শাকিবের ‘বরবাদ’ ছাড়পত্রের জন্য জমা পড়েছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

ঢালিউডের মেগাস্টার শাকিব খানের ঈদে সিনেমা ‘বরবাদ’ মুক্তি নিয়ে দেখা দিয়েছিলো অনিশ্চয়তা। তবে আশার খবর হলো আজ সোমবার ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকালে আবদুল জলিল বলেন, ‘ছাড়পত্রের জন্য “বরবাদ” আমাদের কাছে জমা পড়েছে। আজই আমরা ছবিটি দেখব। দেখার পরপরই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’

ঈদে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার বলেন, ‘আমরা কিন্তু বাংলাদেশ সরকারের যত নিয়ম আছে, সব নিয়ম মেনেই ছবিটি বানিয়েছি। মন্ত্রণালয় কাগজপত্র যাচাই-বাছাই করে শুটিংয়ের অনুমতি দিয়েছে। গতকাল মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম সবাই, সেখানকার সবাই আগ্রহ নিয়ে “বরবাদ” সম্পর্কে আমার কাছে জানতে চাইছেন। ছবির প্রযোজক হিসেবে আমি নিজেও এতে অবাক হয়েছি।’

‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাকিবের ‘বরবাদ’ ছাড়পত্রের জন্য জমা পড়েছে

আপডেট সময় : ০৭:৫৯:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ঢালিউডের মেগাস্টার শাকিব খানের ঈদে সিনেমা ‘বরবাদ’ মুক্তি নিয়ে দেখা দিয়েছিলো অনিশ্চয়তা। তবে আশার খবর হলো আজ সোমবার ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকালে আবদুল জলিল বলেন, ‘ছাড়পত্রের জন্য “বরবাদ” আমাদের কাছে জমা পড়েছে। আজই আমরা ছবিটি দেখব। দেখার পরপরই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’

ঈদে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার বলেন, ‘আমরা কিন্তু বাংলাদেশ সরকারের যত নিয়ম আছে, সব নিয়ম মেনেই ছবিটি বানিয়েছি। মন্ত্রণালয় কাগজপত্র যাচাই-বাছাই করে শুটিংয়ের অনুমতি দিয়েছে। গতকাল মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম সবাই, সেখানকার সবাই আগ্রহ নিয়ে “বরবাদ” সম্পর্কে আমার কাছে জানতে চাইছেন। ছবির প্রযোজক হিসেবে আমি নিজেও এতে অবাক হয়েছি।’

‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।