শিরোনাম :
Logo ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা Logo অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি Logo ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ Logo খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ  Logo গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি Logo ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির Logo জবিতে আবাসন ভাতা ও জকসু নির্বাচনের দাবিতে গণভোট কর্মসূচি Logo রাবি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দাবিতে স্মারকলিপি প্রদান সোচ্চারের Logo ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ:জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

এনসিপি’র গঠন থেকে বেরিয়ে আসা শিবিরের সাবেক নেতাদের নতুন সংগঠন কেন, কী চায় তারা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে
আগামী মাসে আত্মপ্রকাশ হচ্ছে নতুন প্লাটফর্ম। এর নেতৃত্বে থাকছেন শিবিরের সাবেক নেতারা। ছাত্র নেতৃত্বের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের প্রক্রিয়াতেই দুটি অংশের বিভাজন দৃশ্যমান হয়। সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা অংশের আরেকটি রাজনৈতিক সংগঠন কেন? এমন প্রশ্নে নতুন আলোচনা চলছে রাজনীতিতে। জানা গেছে, এটি আপাতত প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন করতে পারে।

নতুন প্লাটফর্মের উদ্যোক্তারা বলছেন, সংগঠনটির শীর্ষ নেতৃত্বে সাবেক শিবির নেতারা থাকলেও এতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল মতাদর্শের মানুষের অংশগ্রহণ থাকবে। একে স্বাগত জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও রাজনৈতিক বিশ্লেষকেরা।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে বিভিন্ন দল ও সংগঠন। অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সমন্বয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় এনসিপি। এর এক মাস না যেতেই জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে আসছে নতুন প্লাটফর্মের ঘোষণা।

দলের নেতৃত্বে থাকছেন অভ্যুত্থানে অংশ নেওয়া সাবেক দুই শিবির নেতা-আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত, যাদের এনসিপিতে যোগ দেওয়ার কথা ছিল।

জুলাই শক্তির নতুন প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে না রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানের উদ্দেশ্যকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে দলটি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘নতুন শক্তিকে শুভকামনা জানাচ্ছে এনসিপি। আমরা চাই সব মতের সব ধারার দল মাঠে থাকুক, নির্বাচনে আসুক। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কে ক্ষমতায় আসবে। এভাবেই দেশে গণতন্ত্র নিশ্চিত হবে।’

প্রাথমিকভাবে প্লাটফর্মটির লক্ষ্যকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. সাহাবুল হক। তিনি বলেন, ‘তারা তাদের লক্ষ্যগুলো স্পষ্ট করে তুলে ধরে সামনে এগোতে চাচ্ছেন। তবে রাজনীতির মাঠে নামলে এনসিপি ও নতুন দলের সম্পর্ক কেমন হয় তা দেখার অপেক্ষা।’

ট্যাগস :

ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা

এনসিপি’র গঠন থেকে বেরিয়ে আসা শিবিরের সাবেক নেতাদের নতুন সংগঠন কেন, কী চায় তারা

আপডেট সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
আগামী মাসে আত্মপ্রকাশ হচ্ছে নতুন প্লাটফর্ম। এর নেতৃত্বে থাকছেন শিবিরের সাবেক নেতারা। ছাত্র নেতৃত্বের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের প্রক্রিয়াতেই দুটি অংশের বিভাজন দৃশ্যমান হয়। সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা অংশের আরেকটি রাজনৈতিক সংগঠন কেন? এমন প্রশ্নে নতুন আলোচনা চলছে রাজনীতিতে। জানা গেছে, এটি আপাতত প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন করতে পারে।

নতুন প্লাটফর্মের উদ্যোক্তারা বলছেন, সংগঠনটির শীর্ষ নেতৃত্বে সাবেক শিবির নেতারা থাকলেও এতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল মতাদর্শের মানুষের অংশগ্রহণ থাকবে। একে স্বাগত জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও রাজনৈতিক বিশ্লেষকেরা।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে বিভিন্ন দল ও সংগঠন। অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সমন্বয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় এনসিপি। এর এক মাস না যেতেই জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে আসছে নতুন প্লাটফর্মের ঘোষণা।

দলের নেতৃত্বে থাকছেন অভ্যুত্থানে অংশ নেওয়া সাবেক দুই শিবির নেতা-আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত, যাদের এনসিপিতে যোগ দেওয়ার কথা ছিল।

জুলাই শক্তির নতুন প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে না রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানের উদ্দেশ্যকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে দলটি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘নতুন শক্তিকে শুভকামনা জানাচ্ছে এনসিপি। আমরা চাই সব মতের সব ধারার দল মাঠে থাকুক, নির্বাচনে আসুক। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কে ক্ষমতায় আসবে। এভাবেই দেশে গণতন্ত্র নিশ্চিত হবে।’

প্রাথমিকভাবে প্লাটফর্মটির লক্ষ্যকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. সাহাবুল হক। তিনি বলেন, ‘তারা তাদের লক্ষ্যগুলো স্পষ্ট করে তুলে ধরে সামনে এগোতে চাচ্ছেন। তবে রাজনীতির মাঠে নামলে এনসিপি ও নতুন দলের সম্পর্ক কেমন হয় তা দেখার অপেক্ষা।’