শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

বিএনপিকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৫২:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৭৪৬ বার পড়া হয়েছে

বরগুনায় ধর্ষণের শিকার হয় এক কিশোরী এবং এরপর হত্যার শিকার হন তার বাবা। ওই পরিবারের পাশে দাঁড়ানোয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে বরগুনার কালিবাড়ী এলাকায় মন্টু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানান জামায়াত আমির।

এসময় মন্টু চন্দ্র দাসের অসহায় পরিবারের চিকিৎসা খরচ, সন্তানদের পড়ালেখা ও পরিবার ভরণপোষণের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন জামায়াতের আমির।

তিনি বলেন, মন্টু চন্দ্র একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন। তিনি কতটাই বা আয় রোজগার করতেন তা আমরা বুঝতে পেরেছি। তারপরও তাদের সুখের সংসার ছিল। কিন্তু সেই সংসারটাকে একদম তছনছ করে শেষ করে দেয়া হলো। আমরা মানবিক দায়িত্বের জায়গা থেকে এখানে এসেছি। আমরা তাদেরকে সম্মান দেখাতে এসেছি। আমরা তাদের দুঃখের অংশীদার হতে এসেছি।

ডা. শফিকুর রহমান বলেন, এই মেয়েটা আমার হলে আমার অনুভূতি কেমন হতো? আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কী হত? মেয়েটার ওপর জুলুম করল, আবার বাবাকেও খুন করল। একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, আমরা তাদের পাশে থাকব। আমি তাদের জিজ্ঞেস করেছি, এখন পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন। তারা সবকিছুই খুলে বলেছেন। যারা তাদেরকে সহানুভূতি দেখিয়েছেন সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

জামায়াত আমির এসময় ধন্যবাদ জানিয়ে বলেন, একটি বন্ধু সংগঠন ইতোমধ্যেই কিছু দায়িত্ব পালন করেছেন। ধন্যবাদ তাদেরকে। তাদের নেতা যিনি, এটাও বলেছেন মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করবেন। আমরা তাদের এই উদ্যোগকে অভিবাদন দেই ও ধন্যবাদ জানাই।  আমরাও এই মামলা পরিচালনায় আপনাদের পাশে থেকে লড়াই করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বিএনপিকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির

আপডেট সময় : ০৩:৫২:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বরগুনায় ধর্ষণের শিকার হয় এক কিশোরী এবং এরপর হত্যার শিকার হন তার বাবা। ওই পরিবারের পাশে দাঁড়ানোয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে বরগুনার কালিবাড়ী এলাকায় মন্টু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানান জামায়াত আমির।

এসময় মন্টু চন্দ্র দাসের অসহায় পরিবারের চিকিৎসা খরচ, সন্তানদের পড়ালেখা ও পরিবার ভরণপোষণের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন জামায়াতের আমির।

তিনি বলেন, মন্টু চন্দ্র একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন। তিনি কতটাই বা আয় রোজগার করতেন তা আমরা বুঝতে পেরেছি। তারপরও তাদের সুখের সংসার ছিল। কিন্তু সেই সংসারটাকে একদম তছনছ করে শেষ করে দেয়া হলো। আমরা মানবিক দায়িত্বের জায়গা থেকে এখানে এসেছি। আমরা তাদেরকে সম্মান দেখাতে এসেছি। আমরা তাদের দুঃখের অংশীদার হতে এসেছি।

ডা. শফিকুর রহমান বলেন, এই মেয়েটা আমার হলে আমার অনুভূতি কেমন হতো? আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কী হত? মেয়েটার ওপর জুলুম করল, আবার বাবাকেও খুন করল। একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, আমরা তাদের পাশে থাকব। আমি তাদের জিজ্ঞেস করেছি, এখন পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন। তারা সবকিছুই খুলে বলেছেন। যারা তাদেরকে সহানুভূতি দেখিয়েছেন সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

জামায়াত আমির এসময় ধন্যবাদ জানিয়ে বলেন, একটি বন্ধু সংগঠন ইতোমধ্যেই কিছু দায়িত্ব পালন করেছেন। ধন্যবাদ তাদেরকে। তাদের নেতা যিনি, এটাও বলেছেন মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করবেন। আমরা তাদের এই উদ্যোগকে অভিবাদন দেই ও ধন্যবাদ জানাই।  আমরাও এই মামলা পরিচালনায় আপনাদের পাশে থেকে লড়াই করবো।