শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪৬:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুর পরিবারকে পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেইসঙ্গে শিশুটির পরিবারের পাশে থাকার কথাও বলেন।

শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়িতে যান জামায়াতে ইসলামীর আমির।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার ওই বাড়িতে আসেন তিনি। এর আগে শিশুটির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতাকর্মীরা। জামায়াতের আমির শিশুটির মা’সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান।

এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তাসহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন। শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময় শিশুটির পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। একইসঙ্গে ধর্ষকের দ্রুত বিচারের দাবি জানাই আমরা।’

এরপর স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে। দেশে কোরআনের আইন চালু হলে ন্যায়বিচার নিশ্চিত হবে। এজন্য আমরা লড়াই করছি।’

জামায়াত আমির বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানবো না। সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। সেজন্য ৯০ দিনই সঠিক আছে। এর বেশি একদিনও নয়।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস

আপডেট সময় : ০৪:৪৬:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুর পরিবারকে পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেইসঙ্গে শিশুটির পরিবারের পাশে থাকার কথাও বলেন।

শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়িতে যান জামায়াতে ইসলামীর আমির।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার ওই বাড়িতে আসেন তিনি। এর আগে শিশুটির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতাকর্মীরা। জামায়াতের আমির শিশুটির মা’সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান।

এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তাসহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন। শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময় শিশুটির পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। একইসঙ্গে ধর্ষকের দ্রুত বিচারের দাবি জানাই আমরা।’

এরপর স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে। দেশে কোরআনের আইন চালু হলে ন্যায়বিচার নিশ্চিত হবে। এজন্য আমরা লড়াই করছি।’

জামায়াত আমির বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানবো না। সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। সেজন্য ৯০ দিনই সঠিক আছে। এর বেশি একদিনও নয়।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন প্রমুখ।