জমকালো বিয়ে সম্পন্ন হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে বসে তারকাদের মেলা। মঞ্চে কম বেশি সবাই পারফর্ম করেন। তবে তারকা দম্পতির জন্য বিশেষ উপহার দেন আদনান-মেহজাবীনের বন্ধু-শুভাকাঙ্ক্ষী কণ্ঠশিল্পী এলিটা করিম।
তিনি বিয়ের আয়োজনটিকে বিশেষ করে তুলতে তাদের জন্য নতুন একটি গান তৈরি করেছেন। ‘তুমি এলে ঘরে’ শিরোনামের গানটির কিছু অংশ বিয়ের ভিডিওসমেত পোস্ট করেন মেহজাবীন। এলিটা জানান, একেবারে বন্ধুত্বের জায়গা থেকেই গানটি গেয়েছেন তিনি। গানের কথা লিখেছেন তন্ময় পারভেজ, সুর-সংগীত ও এলিটার সঙ্গে কণ্ঠও দিয়েছেন আরাফাত মহসীন নিধি।
এর আগে একই ভেন্যুতে গায়েহলুদ হয় তাদের। বিয়ের ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত।
তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।
জানা যায়, বিয়েতে বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।