মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের Logo মহান বিজয় দিবস আগামীকাল Logo নোবিপ্রবি ছাত্রশিবির আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জামায়াতের নির্বাচনী সভায় পুলিশ সদস্যের অংশগ্রহণ, এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা Logo মিজাফ বিজয় সম্মাননা পেলেন চিত্রনায়ক ডি এ তায়েব Logo সমাজসেবায় ৯ বছরের পথচলা: জীবনদীপের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা Logo চাঁদপুর শহরের কোড়ালিয়া ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ঐতিহ্যবাহী খাদ্য ভান্ডার ‘বনফুল’ চাঁদপুর শাখা উদ্বোধন Logo প্রাইভেট হাসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক জি এম শাহীন Logo কচুয়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

শেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারী দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, শেরপুরের উপ-পরিচালক মো. রাজীব-উল-আহসান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ ভি সি বি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, মালিঝিকান্দা ও গড়জরিপা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যথাক্রমে মো. আনোয়ার হোসেন, এমারুল জাহিদ প্রমুখ।
প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী জানান, ২০২৪ সালের জুলাই হতে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত জেলায় গ্রাম আদালতে মোট ৯ শত ১১ টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৮ শত ৭৭ টি মামলা নিষ্পত্তি করা হয় এবং জমির ক্ষেত্রে আনুমানিক মূল্যসহ ২ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৫ শত টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই গ্রাম আদালত পরিপূর্ণরূপে চালু করতে সবাইকে কাজ করতে হবে সমানভাবে এবং যথাযথ গুরুত্ব দিয়ে।
আমাদের অনেক জনপ্রতিনিধিই মনে হয় যেটা, গ্রাম আদালতের চেয়ে সালিশ করতে বেশি পছন্দ করেন। সালিশ হয়তো করবেন, সালিশ করতে তো আর কোথাও মানা করা হয়নি। কিন্তু আইনগত কাঠামো দেওয়ার জন্য, আইনগতভাবে আগানোর জন্য এই গ্রাম আদালতের কোনো বিকল্প নাই। তাই এটি যেনো গুরুত্ব দিয়ে করেন। যেহেতু আজ এখানে কোন জন প্রতিনিধি নেই, তাই উপস্থিত আপনাদের সবাইকে অনুরোধ করবো এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করার জন্য। তিনি আরও বলেন, যে সমস্ত মামলা নিষ্পত্তি হয়ে যাবে তার নথি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এটি একটি আদালত। জজ কোর্ট এবং এই কোর্টের (গ্রাম আদালত) মধ্যে কোনো পার্থক্য নেই। কোর্ট কোর্টই এবং এ রায়টা বাধ্যকর। গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কিন্তু বড় একটা ক্ষমতা দেওয়া হয়েছে এবং এটি একটা সম্মানের বিষয়ও। আমাদের সবাইকে এই গ্রাম আদালতের প্রতি আস্থা রাখতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে।
স্থানীয় সরকার শাখা, শেরপুরের সহকারি পরিচালক মোছা. আছমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলার ৫২ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

শেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৪:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারী দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, শেরপুরের উপ-পরিচালক মো. রাজীব-উল-আহসান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ ভি সি বি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, মালিঝিকান্দা ও গড়জরিপা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যথাক্রমে মো. আনোয়ার হোসেন, এমারুল জাহিদ প্রমুখ।
প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী জানান, ২০২৪ সালের জুলাই হতে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত জেলায় গ্রাম আদালতে মোট ৯ শত ১১ টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৮ শত ৭৭ টি মামলা নিষ্পত্তি করা হয় এবং জমির ক্ষেত্রে আনুমানিক মূল্যসহ ২ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৫ শত টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই গ্রাম আদালত পরিপূর্ণরূপে চালু করতে সবাইকে কাজ করতে হবে সমানভাবে এবং যথাযথ গুরুত্ব দিয়ে।
আমাদের অনেক জনপ্রতিনিধিই মনে হয় যেটা, গ্রাম আদালতের চেয়ে সালিশ করতে বেশি পছন্দ করেন। সালিশ হয়তো করবেন, সালিশ করতে তো আর কোথাও মানা করা হয়নি। কিন্তু আইনগত কাঠামো দেওয়ার জন্য, আইনগতভাবে আগানোর জন্য এই গ্রাম আদালতের কোনো বিকল্প নাই। তাই এটি যেনো গুরুত্ব দিয়ে করেন। যেহেতু আজ এখানে কোন জন প্রতিনিধি নেই, তাই উপস্থিত আপনাদের সবাইকে অনুরোধ করবো এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করার জন্য। তিনি আরও বলেন, যে সমস্ত মামলা নিষ্পত্তি হয়ে যাবে তার নথি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এটি একটি আদালত। জজ কোর্ট এবং এই কোর্টের (গ্রাম আদালত) মধ্যে কোনো পার্থক্য নেই। কোর্ট কোর্টই এবং এ রায়টা বাধ্যকর। গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কিন্তু বড় একটা ক্ষমতা দেওয়া হয়েছে এবং এটি একটা সম্মানের বিষয়ও। আমাদের সবাইকে এই গ্রাম আদালতের প্রতি আস্থা রাখতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে।
স্থানীয় সরকার শাখা, শেরপুরের সহকারি পরিচালক মোছা. আছমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলার ৫২ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।