শিরোনাম :
Logo গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর Logo জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ Logo আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৫ অক্টোবর Logo বিষাক্ত মদ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যুর Logo কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি Logo দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা Logo বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টেক্সটাইল শিক্ষার্থীর মৃত্যু Logo ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: তথ্য চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি প্রকাশ Logo আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তি সক্রিয় হচ্ছে : সারজিস আলম Logo কমেছে কাঁচা মরিচের দাম,মুরগির দাম বাড়তি

উপদেষ্টা আসিফ মাহমুদের যে চিঠি অনলাইনে ভাইরাল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৭:৫৮ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি চিঠি কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চিঠিটি লেখা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের উদ্দেশে। সেই চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রণালয়টির অধীনস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের জন্য একজনের নাম প্রস্তাব করেন।

নানা আলোচনার পর আসিফ মাহমুদ তার দেওয়া ওই চিঠির (ডিও লেটার) ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাখ্যাগুলো দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের জন্য আমি সুপারিশ করেছি। আসলে, এই সিটি করপোরেশনের নিয়োগ তো এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস।

তিনি আরও বলেন, তবে খুবই দুঃখজনক, এটা যারা প্রকাশ করেছে। শুধু এটা নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও। দীর্ঘ ১৬ বছর এখানে রাজনৈতিক নিয়োগ হয়েছে, এখনো ভেতর পর্যন্ত আমরা পুরোটা পরিষ্কার করতে পারিনি। এখনো অনেকে রয়ে গেছে, যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে। আমরা তদন্ত করছি, কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ওই চিঠিটি সত্য কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আইন অনুযায়ী, আমরা ডিও দিতেই পারি। আমাদের প্রশাসকের পদগুলো খালিই। এই কারণে আমাদের প্রশাসনিক কার্যক্রম, সিটি করপোরেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ জন্য অন্তর্বর্তীকালীন সময়ে অর্থাৎ, স্থানীয় সরকার নির্বাচনের আগ পর্যন্ত, সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারে। কিংবা যেকোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি, সেই জায়গা থেকে আমরা একজনের ব্যাপারে সুপারিশ করেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উপদেষ্টা আসিফ মাহমুদের যে চিঠি অনলাইনে ভাইরাল

আপডেট সময় : ০৭:০৭:৫৮ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি চিঠি কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চিঠিটি লেখা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের উদ্দেশে। সেই চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রণালয়টির অধীনস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের জন্য একজনের নাম প্রস্তাব করেন।

নানা আলোচনার পর আসিফ মাহমুদ তার দেওয়া ওই চিঠির (ডিও লেটার) ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাখ্যাগুলো দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের জন্য আমি সুপারিশ করেছি। আসলে, এই সিটি করপোরেশনের নিয়োগ তো এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস।

তিনি আরও বলেন, তবে খুবই দুঃখজনক, এটা যারা প্রকাশ করেছে। শুধু এটা নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও। দীর্ঘ ১৬ বছর এখানে রাজনৈতিক নিয়োগ হয়েছে, এখনো ভেতর পর্যন্ত আমরা পুরোটা পরিষ্কার করতে পারিনি। এখনো অনেকে রয়ে গেছে, যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে। আমরা তদন্ত করছি, কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ওই চিঠিটি সত্য কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আইন অনুযায়ী, আমরা ডিও দিতেই পারি। আমাদের প্রশাসকের পদগুলো খালিই। এই কারণে আমাদের প্রশাসনিক কার্যক্রম, সিটি করপোরেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ জন্য অন্তর্বর্তীকালীন সময়ে অর্থাৎ, স্থানীয় সরকার নির্বাচনের আগ পর্যন্ত, সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারে। কিংবা যেকোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি, সেই জায়গা থেকে আমরা একজনের ব্যাপারে সুপারিশ করেছি।