শিরোনাম :
Logo আগামীকাল খুবিতে বায়স্কোপের ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’ Logo খুবিতে শিক্ষা ডিসিপ্লিনের নবীনবরণ অনুষ্ঠিত! Logo সাংবাদিকদের টাকা-মোবাইল দেয় শিক্ষকরা’- কুবি উপাচার্য Logo যমুনা রেল সেতুর পিলারে  ফাটল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল Logo সমন্বয়ক পরিচয়ে প্রাণনাশের হুমকির’ অভিযোগ- অভিযুক্তের অস্বীকার Logo শেরপুরে নলকূপ খননে গ্যাসের সন্ধান, আগুনে রান্না করছেন স্থানীয়রা! Logo ধৈর্যের মূর্ত প্রতীক: শাহাদত হোসেন বিপ্লব Logo কালিবাড়ি মোড়ে ‘কাশমিরী সুইটস এন্ড লাইভ বেকারী’র শুভ উদ্বোধন! Logo জলবায়ু পরিবর্তন, এসআরএইচআর ও সেবার চ্যালেঞ্জ নিয়ে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা Logo ইবিতে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ক্যাম্পাস ২০২৫’

উপদেষ্টা আসিফ মাহমুদের যে চিঠি অনলাইনে ভাইরাল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৭:৫৮ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি চিঠি কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চিঠিটি লেখা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের উদ্দেশে। সেই চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রণালয়টির অধীনস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের জন্য একজনের নাম প্রস্তাব করেন।

নানা আলোচনার পর আসিফ মাহমুদ তার দেওয়া ওই চিঠির (ডিও লেটার) ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাখ্যাগুলো দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের জন্য আমি সুপারিশ করেছি। আসলে, এই সিটি করপোরেশনের নিয়োগ তো এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস।

তিনি আরও বলেন, তবে খুবই দুঃখজনক, এটা যারা প্রকাশ করেছে। শুধু এটা নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও। দীর্ঘ ১৬ বছর এখানে রাজনৈতিক নিয়োগ হয়েছে, এখনো ভেতর পর্যন্ত আমরা পুরোটা পরিষ্কার করতে পারিনি। এখনো অনেকে রয়ে গেছে, যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে। আমরা তদন্ত করছি, কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ওই চিঠিটি সত্য কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আইন অনুযায়ী, আমরা ডিও দিতেই পারি। আমাদের প্রশাসকের পদগুলো খালিই। এই কারণে আমাদের প্রশাসনিক কার্যক্রম, সিটি করপোরেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ জন্য অন্তর্বর্তীকালীন সময়ে অর্থাৎ, স্থানীয় সরকার নির্বাচনের আগ পর্যন্ত, সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারে। কিংবা যেকোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি, সেই জায়গা থেকে আমরা একজনের ব্যাপারে সুপারিশ করেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল খুবিতে বায়স্কোপের ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’

উপদেষ্টা আসিফ মাহমুদের যে চিঠি অনলাইনে ভাইরাল

আপডেট সময় : ০৭:০৭:৫৮ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি চিঠি কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চিঠিটি লেখা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের উদ্দেশে। সেই চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রণালয়টির অধীনস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের জন্য একজনের নাম প্রস্তাব করেন।

নানা আলোচনার পর আসিফ মাহমুদ তার দেওয়া ওই চিঠির (ডিও লেটার) ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাখ্যাগুলো দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের জন্য আমি সুপারিশ করেছি। আসলে, এই সিটি করপোরেশনের নিয়োগ তো এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস।

তিনি আরও বলেন, তবে খুবই দুঃখজনক, এটা যারা প্রকাশ করেছে। শুধু এটা নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও। দীর্ঘ ১৬ বছর এখানে রাজনৈতিক নিয়োগ হয়েছে, এখনো ভেতর পর্যন্ত আমরা পুরোটা পরিষ্কার করতে পারিনি। এখনো অনেকে রয়ে গেছে, যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে। আমরা তদন্ত করছি, কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ওই চিঠিটি সত্য কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আইন অনুযায়ী, আমরা ডিও দিতেই পারি। আমাদের প্রশাসকের পদগুলো খালিই। এই কারণে আমাদের প্রশাসনিক কার্যক্রম, সিটি করপোরেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ জন্য অন্তর্বর্তীকালীন সময়ে অর্থাৎ, স্থানীয় সরকার নির্বাচনের আগ পর্যন্ত, সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারে। কিংবা যেকোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি, সেই জায়গা থেকে আমরা একজনের ব্যাপারে সুপারিশ করেছি।