রবিবার | ২৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৬ ঘণ্টা পর ঘুরল ট্রেনের চাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০০:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৮১০ বার পড়া হয়েছে
প্রায় ২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস।

দাবি পূরণের আশ্বাসে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত গভীররাতে রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করা নেন। এরপর দেশের কয়েকটি অঞ্চল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা।

যাত্রীরা বলেন, মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায়  অনেক যাত্রী বিষয়টি জানেন না। সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা ছিল। রেলের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় ভোগান্তি কমেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকেই যথা নিয়মের টিকিট বিক্রি হচ্ছে। পূর্ব নির্ধারিত সময়সূচির কিছুটা হেরফের হলেও সকল ট্রেন যথা নিয়মে চলাচল করবে।

এদিকে, ট্রেন চলাচল শুরু হয়েছে রংপুর, বগুড়া, সিলেটসহ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা।

মঙ্গলবার রাতে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

রাত ২টার পর অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ রেলের অন্যান্য নেতাকর্মীরা। বৈঠক শেষে রাত আড়াইটার দিকে প্রেস ব্রিফিংয়ে মজিবুর রহমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এবং রানিং স্টাফদের কাজে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের সমস্যার সমাধান আগামীকাল (বুধবার) মধ্যেই হবে বলে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। আমরা জনদুর্ভোগ চাই না, এজন্য কর্মবিরতি প্রত্যাহার করলাম। মিডিয়ার মাধ্যমে কর্মীদের জানাতে চাই, সবাই কাজে ফিরুন। উপদেষ্টা মহোদয় আমাদের বিদ্যমান সুবিধা অব্যাহত রাখার কথা বলেছেন।’

বৈঠকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের দাবি পূরণ করা হবে। আগের সুবিধাগুলো বহাল থাকবে।’

দিনভর দফায় দফায় বৈঠকের পরেও সমঝোতার কোনো পথ না পাওয়া গেলেও রাতে উপদেষ্টার বাসায় অনুষ্ঠিত বৈঠকে সমাধান বের হয়। এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা রেলের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যার সমাধানে রেল উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি এবং সবাই মিলে সিদ্ধান্তে উপনীত হয়েছি।’

পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস। এরপর ৬ টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে মধুমতি এক্সপ্রেস এবং ৭টায় বনলতা এক্সপ্রেস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম

২৬ ঘণ্টা পর ঘুরল ট্রেনের চাকা

আপডেট সময় : ১০:০০:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
প্রায় ২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস।

দাবি পূরণের আশ্বাসে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত গভীররাতে রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করা নেন। এরপর দেশের কয়েকটি অঞ্চল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা।

যাত্রীরা বলেন, মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায়  অনেক যাত্রী বিষয়টি জানেন না। সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা ছিল। রেলের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় ভোগান্তি কমেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকেই যথা নিয়মের টিকিট বিক্রি হচ্ছে। পূর্ব নির্ধারিত সময়সূচির কিছুটা হেরফের হলেও সকল ট্রেন যথা নিয়মে চলাচল করবে।

এদিকে, ট্রেন চলাচল শুরু হয়েছে রংপুর, বগুড়া, সিলেটসহ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা।

মঙ্গলবার রাতে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

রাত ২টার পর অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ রেলের অন্যান্য নেতাকর্মীরা। বৈঠক শেষে রাত আড়াইটার দিকে প্রেস ব্রিফিংয়ে মজিবুর রহমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এবং রানিং স্টাফদের কাজে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের সমস্যার সমাধান আগামীকাল (বুধবার) মধ্যেই হবে বলে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। আমরা জনদুর্ভোগ চাই না, এজন্য কর্মবিরতি প্রত্যাহার করলাম। মিডিয়ার মাধ্যমে কর্মীদের জানাতে চাই, সবাই কাজে ফিরুন। উপদেষ্টা মহোদয় আমাদের বিদ্যমান সুবিধা অব্যাহত রাখার কথা বলেছেন।’

বৈঠকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের দাবি পূরণ করা হবে। আগের সুবিধাগুলো বহাল থাকবে।’

দিনভর দফায় দফায় বৈঠকের পরেও সমঝোতার কোনো পথ না পাওয়া গেলেও রাতে উপদেষ্টার বাসায় অনুষ্ঠিত বৈঠকে সমাধান বের হয়। এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা রেলের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যার সমাধানে রেল উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি এবং সবাই মিলে সিদ্ধান্তে উপনীত হয়েছি।’

পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস। এরপর ৬ টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে মধুমতি এক্সপ্রেস এবং ৭টায় বনলতা এক্সপ্রেস।