পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। রোববার গভীর রাতে বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত থেকে ৫৬ বিজিবির সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে রয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (৩), কাহারোল উপজেলার শ্রী রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায় (৮) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায় (২১)।
এ ঘটনায় বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, গতরাত ১২টা ৫০ মিনিটে বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৭৭৭/৬-এস এলাকা দিয়ে বাংলাদেশি নাগরিকেরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। খবর পেয়ে বিজিবি টহল দল দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি ৪ হাজার ৫৮৪ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকার চুক্তিতে তারা ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় এসেছিলেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের দল সদা তৎপর। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোদা থানায় সোপর্দ করা হয়েছে। আটকের পর ৩ জন শিশুকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং বাকি ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বোদা থানার ওসি তদন্ত রেদয়ানুল হক মন্ডল জানান, এই ঘটনায় বিজিবি বাদি হয়ে বোদা থানায় মামলা দায়ের করে এবং আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।





















































