আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন গত ১৫ জানুয়ারি মারা যান। তনি এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি শোক কাটিয়ে । তার ফেসবুকে বিভিন্ন পোস্ট এরই প্রমাণ। তিনি স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুতে কতোটা কাতর সেগুলো দেখলে বোঝা যায় । কিন্তু নেটিজনরাও তার পিছু ছাড়ছেন না। অনেকেই প্রশ্ন করছেন , ‘ দ্বিতীয় বিয়ে কবে করছেন ’ বা ‘ তনি ও তার স্বামীর ছবি পোস্ট করে লেখছেন ‘ মিশন সাকসেসফুল’ ।
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে তনির বক্তব্য , ‘‘ আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার স্বামী হিসেবে পেয়েছি, যার ভালোবাসা আমাকে সারাজীবন বাচিঁয়ে রাখবে ইনশাল্লাহ। আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই, আমি যথেষ্ট কেপাবল আলহামদুলিল্লাহ।
ছেলে মেয়ে দুইটাকে আমার স্বামীর আদর্শে বড় করতে চাই, আমি বিশ্বাস করি আমার স্বামী পরপারে আমার জন্য অপেক্ষা করবে, তাই জীবনের শেষদিন পর্যন্ত সাদাদ রহমানের ওয়াইফ, এই পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই।’’
আর যেসব নিন্দুকেরা ট্রল করছেন যে তনি টাকার জন্য বিয়ে করেছিলেন এবং বৃদ্ধ স্বামী মারা যাওয়াতে তিনিই হবেন তার সব সম্পত্তির মালিক , সেই অর্থে ‘মিশন সাকসেসফুল’ তাদের উদ্দেশ্যে তনি জানান, তিনি যথেষ্ট সাবলম্বী একজন সফল নারী উদ্যোক্তা। সরকারকে নিয়মিত কর দেন। তিনি অবলা , অসহায় নন। তার দুবাইসহ দেশে ১৩টি ব্যবসায়িক শোরুম রয়েছে।
তিনি আগেও বলেছেন এক টিভি ইন্টারভিউতে, শাহাদাতকে বিয়ে করেছেন পরিচয় হওয়ার পর ভাল মানুষ হিসেবে জানার পরই। সুগার ড্যাডি হিসেবে নয়। শাহাদাত তার জীবনে বরং ‘ লবন ডেডি, তিতা ’। এরপরও তাকেই ভালবাসেন।


















































