শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরোধে উত্তেজনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, চট্টগ্রাম:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে। এ ঘটনার পর রাতে সংবাদ সম্মেলন ডাকেন সমন্বয়ক রাসেল আহমেদ।

রাসেলের অভিযোগ:

সংবাদ সম্মেলনে রাসেল আহমেদ জানান, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে “ডট গ্যাং” নামে একটি গ্রুপের সদস্যরা আটকে রাখে। শিক্ষার্থীদের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাল্টা সংবাদ সম্মেলন:

রাসেলের বক্তব্য শেষ হওয়ার পরপরই একই ভেন্যুতে পাল্টা সংবাদ সম্মেলন করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি হান্নান মাসউদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

হট্টগোল ও হাতাহাতি:

দুটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হট্টগোলে জড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের দাবি অনুযায়ী, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

দিনব্যাপী কর্মসূচি:

এর আগে শনিবার বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পথসভা, লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি পালিত হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা:

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা আন্দোলনের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উভয় পক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরোধে উত্তেজনা

আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

মিজানুর রহমান, চট্টগ্রাম:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে। এ ঘটনার পর রাতে সংবাদ সম্মেলন ডাকেন সমন্বয়ক রাসেল আহমেদ।

রাসেলের অভিযোগ:

সংবাদ সম্মেলনে রাসেল আহমেদ জানান, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে “ডট গ্যাং” নামে একটি গ্রুপের সদস্যরা আটকে রাখে। শিক্ষার্থীদের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাল্টা সংবাদ সম্মেলন:

রাসেলের বক্তব্য শেষ হওয়ার পরপরই একই ভেন্যুতে পাল্টা সংবাদ সম্মেলন করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি হান্নান মাসউদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

হট্টগোল ও হাতাহাতি:

দুটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হট্টগোলে জড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের দাবি অনুযায়ী, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

দিনব্যাপী কর্মসূচি:

এর আগে শনিবার বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পথসভা, লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি পালিত হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা:

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা আন্দোলনের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উভয় পক্ষ।