বৃহস্পতিবার | ২২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরোধে উত্তেজনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • ৮০৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, চট্টগ্রাম:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে। এ ঘটনার পর রাতে সংবাদ সম্মেলন ডাকেন সমন্বয়ক রাসেল আহমেদ।

রাসেলের অভিযোগ:

সংবাদ সম্মেলনে রাসেল আহমেদ জানান, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে “ডট গ্যাং” নামে একটি গ্রুপের সদস্যরা আটকে রাখে। শিক্ষার্থীদের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাল্টা সংবাদ সম্মেলন:

রাসেলের বক্তব্য শেষ হওয়ার পরপরই একই ভেন্যুতে পাল্টা সংবাদ সম্মেলন করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি হান্নান মাসউদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

হট্টগোল ও হাতাহাতি:

দুটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হট্টগোলে জড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের দাবি অনুযায়ী, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

দিনব্যাপী কর্মসূচি:

এর আগে শনিবার বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পথসভা, লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি পালিত হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা:

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা আন্দোলনের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উভয় পক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরোধে উত্তেজনা

আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

মিজানুর রহমান, চট্টগ্রাম:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে। এ ঘটনার পর রাতে সংবাদ সম্মেলন ডাকেন সমন্বয়ক রাসেল আহমেদ।

রাসেলের অভিযোগ:

সংবাদ সম্মেলনে রাসেল আহমেদ জানান, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে “ডট গ্যাং” নামে একটি গ্রুপের সদস্যরা আটকে রাখে। শিক্ষার্থীদের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাল্টা সংবাদ সম্মেলন:

রাসেলের বক্তব্য শেষ হওয়ার পরপরই একই ভেন্যুতে পাল্টা সংবাদ সম্মেলন করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি হান্নান মাসউদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

হট্টগোল ও হাতাহাতি:

দুটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হট্টগোলে জড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের দাবি অনুযায়ী, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

দিনব্যাপী কর্মসূচি:

এর আগে শনিবার বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পথসভা, লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি পালিত হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা:

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা আন্দোলনের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উভয় পক্ষ।