পঞ্চগড় জেলা প্রতিনিধি:
ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বোদা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান।
আজ বুধবার (৮ ডিসেম্বর) ভাসাইনগরস্থ নিজ চেম্বারে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, গত ৩ ডিসেম্বর আয়েশা মহসিনা নামে একটি ফেসবুক একাউন্ট থেকে তার নামে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারনামূলক একটি বানোয়াট পোস্ট করা হয়।
যা তার সামাজিক সম্মান কে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।
এ সময় তিনি উক্ত ফেসবুক আইডির বিরুদ্ধে নিজের সহ বিএনপির সুনাম ক্ষুন্ন করার অভিযোগ এনে বলেন, আরিফ হোসেন (৩৩) পিতা সিরাজুল ইসলাম, নাজির পাড়া। তার কাছে ২০ হাজার টাকা চাঁদা করেছি। এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। অনেকে জানেন না, আমি আগোচড়ে তার পরিবারের বিপদে আপদে পাশে থাকি, তাই নয় আমি এখনো তার কাছে ১ লক্ষ টাকা পাই। তার পারিবারিক অবস্থা ভালো নয় বলে আমি সে টাকাও চাইনি কখনো। তাকে ববলেছিলাম যখন তোমার ভালো সময় যাবে তখন টাকাটা দিও।
সংবাদ সম্মেলনে আরিফ হোসেন (৩৩) পিতা :সিরাজুল ইসলাম, নাজির পাড়া। সে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আমি জেনে এখানে হাজির হয়েছি। আমার দুঃসময়ে পাশে পেয়েছি আরিফ কমিশনার ভাই কে তিনি এখনো আমার কাছে এক লাখ টাকা পান, স্বীকার করে বলেন । আমি দীর্ঘদিন আরিফ কমিশনার ভাইয়ের ভাটায় কাজ করেছি, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম ৭ বছরেরও বেশী। এধরণের মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য আমি লজ্জিত, সেই সাথে দুঃখ প্রকাশ করছি। আবারও বলছি তিনি আমার কাছে কোন চাঁদা দাবি করেননি। আমি নিজেও এ অপপ্রচার কারিদের শাস্তি দাবি করছি।