আমিনুর রহমান নয়ন, চুয়াডাঙ্গা:
প্রায় চার বছর ধরে চুয়াডাঙ্গা-যশোর, ভায়া: দর্শনা-জীবননগর-কোটচাঁদপুর-কালীগঞ্জ আন্তঃজেলা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকার পর পুনরায় তা চালু হয়েছে। মঙ্গলবার (৩রা ডিসেম্বর ২০২৪) সকাল থেকে রুটটিতে সরাসরি বাস চলাচল শুরু হয়। ঝিনাইদহের কালীগঞ্জ এবং চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত চার বছর ধরে উক্ত রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড থেকে বাস বদল করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতেন যাত্রীরা। এতে প্রতিনয়ত তাদের ভোগান্তি পোহাতে হতো। সরাসরি বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, চুয়াডাঙ্গা-যশোর এবং যশোর-চুয়াডাঙ্গা রুটে শাপলা এক্সপ্রেস ব্যানারে চুয়াডাঙ্গা, ঝিনাইদহের কালীগঞ্জ এবং যশোর বাস মালিকদের প্রায় একশোর মতো বাস উক্ত রুটে কয়েক যুগ ধরে সরাসরি চলাচল করে থাকে। এর মধ্যে চুয়াডাঙ্গা-খুলনা রুটের বাসও রয়েছে। কিন্তু ২০২০ সালের ৬ই ডিসেম্বর থেকে চুয়াডাঙ্গা-যশোর-খুলনা আন্তঃজেলা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাসগুলো চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা জীবননগর উপজেলার হাসাদাহ পর্যন্ত চলাচল করতো।
যাত্রীদের দুর্ভোগ নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও বাসমালিক সমিতির কর্তাদের একগুঁয়েমির কারণে সরাসরি বাস চালু হতে প্রায় চার বছর সময় লাগলো। এর আগেও ২০১৩ সালে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে কালীগঞ্জ বাস মালিক সমিতি একই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। তখনও হাসাদাহ পর্যন্ত বাস চলাচল করতো। সেই সময় টানা ২০ মাস ১১ দিন বন্ধ থাকার পর পুনরায় সরাসরি বাস চলাচল শুরু হয়েছিল। যা, ২০২০ সালের ৬ই ডিসেম্বর আবারও বন্ধ হয়ে যায়। দুই জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দের কারণে ভবিষ্যতে যেন আর কোনোদিন সরাসরি বাস চলাচল বন্ধ না হয় সাধারণ যাত্রীদের এটাই চাওয়া।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচল পুনরায় শুরু করার জন্য গত শনিবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে যশোর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর বাস মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সোমবার সকাল থেকে সরাসরি বাস চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে যাত্রীরা আশাবাদী থাকলেও ওই দিন সরাসরি বাস চালু হয়নি। আজ মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলতে দেখা গেছে।