চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড নিয়ে কিছু ভারতীয় গণমাধ্যমের দাবিকে মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছে সিএ (প্রধান উপদেষ্টা) প্রেস উইং ফ্যাক্টস।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে, নিহত সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করছিলেন। এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং খারাপ উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।”
পোস্টে আরও বলা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকালতনামা অনুযায়ী, তার আইনজীবী অ্যাডভোকেট সুবাশিশ শর্মা।
সিএ প্রেস উইং সবাইকে যেকোনো ধরনের উসকানিমূলক বা মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে ফেসবুকে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।