মাদক পাচারের অভিযোগে ফজিলা খাতুন (৬০) নামের এক নারীকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজা।
গাংনী র্যাব ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে শনিবার সকাল ৭টায় তাকে আটক করে। ফজিলা খাতুন ওই গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী। তার বিরুদ্ধে মামলাসহ আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম জানান, ফজিলা খাতুন একজন চিহ্নিত মাদক পাচারকারী। তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতেন।
পাচারের জন্য তার বাড়িতে মাদক গচ্ছিত আছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বসতবাড়ীর পূর্ব দুয়ারী রান্না ঘরে একটি স্টিলের বক্সের ভেতর থেকে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।