শিরোনাম :
Logo কাজিপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার! Logo বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের Logo ভোমরায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১৭ অক্টোবর Logo সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা Logo সুন্দরবনে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযানে ছোটন বাহিনীর সহযোগী আটক Logo বীরগঞ্জে ক্ষমতার অপব্যবহারকারী ডিপিইও নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন। Logo টাকার জন্য হরিদাস বাবু’কে হয়রানী তার বিরুদ্ধে অপপ্রচার অনুসন্ধানে প্রমাণ। Logo খুবির সঙ্গে গবেষণা সহযোগিতায় আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের Logo শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু Logo সাতক্ষীরায় রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী, থানায় সাধারণ ডায়েরি

সন্তানের আকিকা একাধিক বার করা যায়?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৬:০১ পূর্বাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৭৪৪ বার পড়া হয়েছে

এম এস হাবিবুর রহমান। তিনি একজন ব্যবসায়ী এবং এলাকার জনপ্রতিনিধি। ব্যবসা ও রাজনীতির সূত্রে বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক। সম্প্রতি তিনি সন্তানের বাবা হয়েছেন। তিনি সন্তানের আকিকা অনুষ্ঠান করতে চান। অথচ পরিচিত ও ঘনিষ্ঠ সব লোককে এক অনুষ্ঠানে আপ্যায়ন করা কঠিন। তাই তিনি একাধিক আকিকা অনুষ্ঠান করতে চান। তাঁর প্রশ্ন হলো, একাধিক আকিকা অনুষ্ঠান করা অবকাশ কি ইসলামে আছে?

প্রাজ্ঞ আলেমরা বলেন, শিশু জন্মের পর আকিকা (পশু কোরবানি) দেওয়া সুন্নত। এটা একটি ইবাদতও বটে। আকিকার মাধ্যমে মা-বাবা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এবং সন্তানের জন্য কল্যাণকর জীবনের প্রার্থনা করে। ইসলামী শরিয়তের মূলনীতি হলো, ইবাদতগুলো ইবাদতের দৃষ্টিকোণ থেকে আদায় করা আবশ্যক। তাতে অনুষ্ঠান-আনুষ্ঠানিকতার ঠিক প্রবল হওয়া অনুচিত। কেননা তাতে ইবাদতের বরকত ও সুফল নষ্ট হয়ে যায় এবং নানা ধরনের ফেতনার জন্ম নেয়। আকিকার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাই আকিকা আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় না করে শোকর ও ইবাদতপূর্ণ পরিবেশে করা উত্তম।

এরপরও পারিপার্শ্বিক কারণে কারো যদি অধিক সংখ্যক লোককে আপ্যায়ন করতে হয়, তবে তা একাধিক পর্বে করার চেয়ে একাধিক পশুর মাধ্যমে করা উত্তম। ব্যক্তি ইসলামী রীতি অনুসারে ছেলে সন্তানের জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল দিয়ে আকিকা করবে। আর মেহমানদারির জন্য পশুর সংখ্যা বৃদ্ধি করবে। এ ক্ষেত্রে ব্যক্তি আকিকা ও মেহমানদারি উভয়টির সাওয়াব পাবে। হ্যাঁ, কেউ যদি একাধিক বার আকিকা করে, তবে প্রথমবার সুন্নত এবং পরবর্তীগুলো নফল বা মুস্তাহাব হিসেবে গণ্য হবে। শর্ত হলো, তা সামাজিক প্রথায় পরিণত হতে পারবে না। যদি তা সামাজিক প্রথায় পরিণত হয়, তবে তা বিদআত বলে গণ্য হবে।

মেহমানদের আপ্যায়নের জন্য ছাগল, খাসি বা ভেড়ার পরিবর্তে গরু, মহিষ বা উট দিয়েও আকিকা করার অবকাশ আছে। তবে উত্তম হলো খাসি বা ভেড়া দিয়ে আকিকা করা। কেননা রাসুলুল্লাহ (সা.) এমনটি করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) হাসান ও হুসাইনের আকিকা জোড়া জোড়া ভেড়া জবাই করে দিয়েছিলেন। (সুনানে নাসায়ি, হাদিস : ৪২১৯)

উম্মু কুর্জ আল কাবিয়্যা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, পুত্রের জন্য একই ধরনের দুটি এবং কন্যার জন্য একটি বকরি আকিকা করতে হয়।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৮৩৪)

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাজিপুরে কৃষক হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার!

সন্তানের আকিকা একাধিক বার করা যায়?

আপডেট সময় : ০৯:২৬:০১ পূর্বাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

এম এস হাবিবুর রহমান। তিনি একজন ব্যবসায়ী এবং এলাকার জনপ্রতিনিধি। ব্যবসা ও রাজনীতির সূত্রে বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক। সম্প্রতি তিনি সন্তানের বাবা হয়েছেন। তিনি সন্তানের আকিকা অনুষ্ঠান করতে চান। অথচ পরিচিত ও ঘনিষ্ঠ সব লোককে এক অনুষ্ঠানে আপ্যায়ন করা কঠিন। তাই তিনি একাধিক আকিকা অনুষ্ঠান করতে চান। তাঁর প্রশ্ন হলো, একাধিক আকিকা অনুষ্ঠান করা অবকাশ কি ইসলামে আছে?

প্রাজ্ঞ আলেমরা বলেন, শিশু জন্মের পর আকিকা (পশু কোরবানি) দেওয়া সুন্নত। এটা একটি ইবাদতও বটে। আকিকার মাধ্যমে মা-বাবা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এবং সন্তানের জন্য কল্যাণকর জীবনের প্রার্থনা করে। ইসলামী শরিয়তের মূলনীতি হলো, ইবাদতগুলো ইবাদতের দৃষ্টিকোণ থেকে আদায় করা আবশ্যক। তাতে অনুষ্ঠান-আনুষ্ঠানিকতার ঠিক প্রবল হওয়া অনুচিত। কেননা তাতে ইবাদতের বরকত ও সুফল নষ্ট হয়ে যায় এবং নানা ধরনের ফেতনার জন্ম নেয়। আকিকার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাই আকিকা আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় না করে শোকর ও ইবাদতপূর্ণ পরিবেশে করা উত্তম।

এরপরও পারিপার্শ্বিক কারণে কারো যদি অধিক সংখ্যক লোককে আপ্যায়ন করতে হয়, তবে তা একাধিক পর্বে করার চেয়ে একাধিক পশুর মাধ্যমে করা উত্তম। ব্যক্তি ইসলামী রীতি অনুসারে ছেলে সন্তানের জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল দিয়ে আকিকা করবে। আর মেহমানদারির জন্য পশুর সংখ্যা বৃদ্ধি করবে। এ ক্ষেত্রে ব্যক্তি আকিকা ও মেহমানদারি উভয়টির সাওয়াব পাবে। হ্যাঁ, কেউ যদি একাধিক বার আকিকা করে, তবে প্রথমবার সুন্নত এবং পরবর্তীগুলো নফল বা মুস্তাহাব হিসেবে গণ্য হবে। শর্ত হলো, তা সামাজিক প্রথায় পরিণত হতে পারবে না। যদি তা সামাজিক প্রথায় পরিণত হয়, তবে তা বিদআত বলে গণ্য হবে।

মেহমানদের আপ্যায়নের জন্য ছাগল, খাসি বা ভেড়ার পরিবর্তে গরু, মহিষ বা উট দিয়েও আকিকা করার অবকাশ আছে। তবে উত্তম হলো খাসি বা ভেড়া দিয়ে আকিকা করা। কেননা রাসুলুল্লাহ (সা.) এমনটি করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) হাসান ও হুসাইনের আকিকা জোড়া জোড়া ভেড়া জবাই করে দিয়েছিলেন। (সুনানে নাসায়ি, হাদিস : ৪২১৯)

উম্মু কুর্জ আল কাবিয়্যা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, পুত্রের জন্য একই ধরনের দুটি এবং কন্যার জন্য একটি বকরি আকিকা করতে হয়।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৮৩৪)

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।