সাবেক এমপি টগরসহ ১২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১১:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৭৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলি আজগর টগরের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। একই মামলায় তার অনুসারী আরও ১২১ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার জীবননগর থানায় মামলটি করেন জীবননগর রাজনগর পাড়ার আনোয়ার হোসেন। তিনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

আনোয়ার হোসেনের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে জীবন নগর বাসস্ট্যান্ড চ্বত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি টগর সশস্ত্র  দলবল নিয়ে এসে আতঙ্কসৃষ্টি করে বিশৃঙ্খলা করে এলাকায় আশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়।

এ সময় আনোয়ার হোসেন তা প্রতিবাদ করতে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে ও হত্যার হুমকি দেয় এমপি টগরের লোকজন। পরবর্তীতে বাদীর ব্যাবসা প্রতিষ্ঠান থেকে সাত লক্ষ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। একইসাথে তার ব্যাবহৃত এপাচি মোটরসাইকেল ভাঙচুর করে।

উল্লেখ্য চুয়াডাঙ্গা-২ আসন থেকে ২০০৯ সালে নবম, ২০১৪ সালে দশম, ২০১৮ একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন আলী আজগর টগর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি টগরসহ ১২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলা

আপডেট সময় : ০৭:১১:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলি আজগর টগরের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। একই মামলায় তার অনুসারী আরও ১২১ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার জীবননগর থানায় মামলটি করেন জীবননগর রাজনগর পাড়ার আনোয়ার হোসেন। তিনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

আনোয়ার হোসেনের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে জীবন নগর বাসস্ট্যান্ড চ্বত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি টগর সশস্ত্র  দলবল নিয়ে এসে আতঙ্কসৃষ্টি করে বিশৃঙ্খলা করে এলাকায় আশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়।

এ সময় আনোয়ার হোসেন তা প্রতিবাদ করতে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে ও হত্যার হুমকি দেয় এমপি টগরের লোকজন। পরবর্তীতে বাদীর ব্যাবসা প্রতিষ্ঠান থেকে সাত লক্ষ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। একইসাথে তার ব্যাবহৃত এপাচি মোটরসাইকেল ভাঙচুর করে।

উল্লেখ্য চুয়াডাঙ্গা-২ আসন থেকে ২০০৯ সালে নবম, ২০১৪ সালে দশম, ২০১৮ একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন আলী আজগর টগর।