দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ইউপি চোয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএএম জাকারিয়া আলমের ছেলে আদিত্য আকমলের নামে দর্শনা থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের হলেও গত ৮ দিনে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। থানা পুলিশ বলছে, আসামি পলাতক রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আলী জানান, দর্শনা পৌরসভার থানাপাড়ার জনৈক ব্যক্তির মেয়ে ও একাদশ শ্রেণির ছাত্রী কলেজে যাওয়ার পথে প্রায় সময় আওয়ামী লীগ নেতার ছেলে আদিত্য আকমল তাকে উত্যাক্তসহ মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার কথা বলে কু-প্রস্তাব দিত। পরে মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলে দেয়। ওই সময় মেয়েটির বাবা গত ১০ অক্টোবর দর্শনা থানায় পর্নোগ্রাফি আইনের ২০০৮ এর ১, ২ ও ৩ ধরায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৯।
মেয়েটির বাবা জানান, গত ৮ দিনেও আসামি আটক না হওয়ায় বেশ আতঙ্কে আছি। এছাড়াও পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে কলেজে বা প্রাইভেট পড়তে যেতে দিতে ভয় পাচ্ছেন তারা।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, মামলা নিয়মিত হওয়ার পর থেকেই আসামি আটকের জোর প্রচেষ্টা চলছে, ছাড় পাওয়ার সুযোগ নেই।