সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা প্যানেলের পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মাসুদ রানা ও শংকরচন্দ্র গ্রামের শাহরিয়ার শুভ’র পরিবারের সাথে স্বাক্ষাৎ এবং পেশ ইমাম আবু খালেদকে আধুনিক সেলাই মেশিন জ্যাক-ফাইভ উপহার দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর ডা. সায়ীদ মেহবুব উল কাদির জানান, গতকাল শনিবার সকাল ১০টায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের রায়হান বিশ্বাসের ছেলে মাসুদ রানা এবং সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মণ্ডলপাড়ার আবু সাঈদের ছেলে শারিয়ার শুভ’র পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের সদস্যরা।
এ সময় শামস্ গোলাম হোসেন আবির, মহসিন আলী, হামিদুল ইসলাম সেন্টু, জহুরুল ইসলাম, শাহজাহান ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। মাসুদ রানা ২০২৪ সালে ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশ গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন এবং শাহরিয়ার শুভ ১৯ জুলাই মিরপুর-১০ এর নিকটে পুলিশের গুলিতে মৃত্যু বরণ করেন। নিহত দু’জনেরই ছোট সন্তান আছে।
এছাড়া এদিন বিকেলে সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে পেশ ইমাম আবু খালেদকে আধুনিক সেলাই মেশিন জ্যাক-ফাইভ উপহার দেওয়া হয়। শামস্ গোলাম হোসেন আবির, ডা.ওয়ালিউর রহমান নয়ন, মহসিন আলী, শফিকুল ইসলাম জিন্নাহ, আক্তারুজ্জামান সাক্কু, হাসানুজ্জামান পলাশ, হামিদুল ইসলাম, শাহজাহান ঝন্টু, মনোজ কুমার আগারওয়ালা, সব্যসাচী রাজু, মোজাম্মেল হক নেন্টু, কামরুল হাসান হিরো, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, ইমরোজ মোল্লা ও মুজিবুর রহমান। সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা প্যানেলের পক্ষ থেকে এদিন সন্ধ্যার পর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।