নিজস্ব প্রতিবেদক :
হিন্দু শাস্ত্রমতে, মর্ত্য থেকে কৈলাসে স্বামীগৃহে ফিরে যান দেবীদুর্গা। এ সময়ের মধ্যে দশমী পূজা সম্পন্ন করেন পুরোহিতরা। উপবাস থেকে অঞ্জলি প্রদান করেন ভক্তরা।
দশমী উৎসবের অংশ হিসেবে থাকে সিঁদুর খেলা। সনাতন ধর্মের নারীরা একে অপরকে সিঁদুর পড়িয়ে উৎসবে মেতে ওঠেন। বিজয়া দশমীতে উৎসবের পাশাপাশি দেবীর বিদায়ে বিষন্নতাও কাজ করে ভক্তদের মনে।
ঢাকের শব্দেও বাজে বিষাদের সুর। এবার দেবী দুর্গা গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসেন। কৈলাসে ফিরেন নৌকায়। এর ফলে পৃথিবী শস্যে পূর্ণ হয়ে উঠবে-এমনটাই বিশ্বাস সনাতন ধর্মের মানুষের।
একই ধারাবাহিকতা চুয়াডাঙ্গায় দৌলতদিয়া দক্ষিণ মাঠপাড়া মন্দিরে আগামীকাল প্রতিমা বিসর্জন দিবে বলে জানান পূজা কমিটি, তারা আরও বলেন আজ দশমি শেষ হলেও আমরা আগামীকাল বির্সজন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
স্থানীয়রা জানান হাতে একদিন সময় পাচ্ছি আমার আরও আনন্দ করতে পারব সাথে প্রতিমা-কে এখনো একদিন আমার সাথে রাখতে পারব ও আর্শিবাদ নিব যাতে আমরা আগামীতে এর থেকে ভালো কিছু করতে পারি।