শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

মা ইলিশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৬:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৭৫২ বার পড়া হয়েছে

‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ বাংলাদেশের অন্যতম ভৌগোলিক পণ্য এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। মা ইলিশকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এ মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মা ইলিশ মেঘনা নদীতে এসে সুন্দরভাবে তার ডিমগুলো ছেড়ে যাতে বংশ বৃদ্ধি করতে পারে সে সুযোগ দিতে হবে।’

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে আয়োজিত সচেতনতা সভায় চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় রামগতি মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে মৎস্যজীবী, জেলে, আড়তদার ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান প্রযোজ্য হবে। মা ইলিশ রক্ষার্থে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে মোতায়েন থাকবে। সিভিল প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে।

সৈয়দ মোশফিকুর রহমান বলেন, চাঁদপুর অঞ্চলে নৌ থানা ও ফাঁড়িগুলো গুরুত্বপূর্ণ ইলিশের প্রজনন এলাকাগুলোতে আইনি ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সব জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

মা ইলিশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে

আপডেট সময় : ০৮:১৬:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ বাংলাদেশের অন্যতম ভৌগোলিক পণ্য এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। মা ইলিশকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এ মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মা ইলিশ মেঘনা নদীতে এসে সুন্দরভাবে তার ডিমগুলো ছেড়ে যাতে বংশ বৃদ্ধি করতে পারে সে সুযোগ দিতে হবে।’

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে আয়োজিত সচেতনতা সভায় চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় রামগতি মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে মৎস্যজীবী, জেলে, আড়তদার ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান প্রযোজ্য হবে। মা ইলিশ রক্ষার্থে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে মোতায়েন থাকবে। সিভিল প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে।

সৈয়দ মোশফিকুর রহমান বলেন, চাঁদপুর অঞ্চলে নৌ থানা ও ফাঁড়িগুলো গুরুত্বপূর্ণ ইলিশের প্রজনন এলাকাগুলোতে আইনি ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সব জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।