মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর ) সকাল ১০ টার সময় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
পরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ অধ্যক্ষ ডাঃ এ কে এম নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর, মেহেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন ধুমকেতু, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন।
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক আব্দুল আলিম, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ নাজমুল হক (লিটন), ইসলামী ইতিহাসের সহকারী অধ্যাপক সোলাইমান হোসেন, মেহেরপুর সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু, সহকারী শিক্ষক আখতারুজ্জামান হীরাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।







































