শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

কুমার নদে শত বছরের নৌকাবাইচ দেখতে এলাকায় উৎসব, চলছে মেলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৬:৫৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমার নদে ১২৪ বছরের ধারাবাহিকতায় নৌকাবাইচ হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী এই বাইচকে ঘিরে এলাকায় তিন দিনব্যাপী গ্রামীণ মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেলজুড়ী এলাকায় কুমার নদে বাইচ হয়। এতে ছোট-বড় ১০-১২ টি নৌকা অংশ নেয়।

গতকাল বাইচ দেখতে জেলা ও আশপাশের বিভিন্ন উপজেলার হাজারো মানুষের ঢল নামে নদের দুই পাড়ে। এ উৎসব দেখাতে সারা বছর অপেক্ষায় থাকে ওই এলাকাসহ আশপাশের অনেক গ্রামের লোকজন। একে কেন্দ্র করে ওই অ লের মেয়েদের স্বামীরা শ্বশুরবাড়ি আসেন। আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দে গ্রামবাসী। বাইচে প্রথম ও দ্বিতীয় বিজয়ীদের একটি করে ফ্রিজ, তৃতীয় স্থান অধিকারীকে একটি রঙিন টিভি এবং সব অংশ গ্রহণকারীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় বলে আয়োজকেরা জানান।

সরেজমিনে দেখা যায়, কুমার নদে হাজারো মানুষ নৌকা, ট্রলার নিয়ে নদীর দুই পাড়ে দাঁড়িয়ে উপভোগ করে বাইচ উৎসব। এছাড়া বাইচ কেন্দ্র করে মেলায় নানা রকম মিষ্টি ও বিভিন্ন খাবার, খেলনাসহ সৌখিন পণ্য ইলিশ মাছের পসরা সাজিয়ে বসে দোকানিরা।

নৌকা বাইচ ও মেলায় ঘুরতে আসা গৃহবধূ নিপা বেগম বলেন, ‘কুমার নদে নৌকা বাইচের দিনের জন্য সারা বছর অত্র অ লের মানুষ অপেক্ষায় থাকে। মেয়েরা জামাই নিয়ে বাবার বাড়িতে আসেন। প্রতিবারের মতো স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছি। বাইচ দেখে মেলা ঘুরে অনেক কিছু কেনাকাটা করেছি।’

মেলায় আসা স্কুল শিক্ষার্থী আয়েশা সুলতানা বলেন, ‘বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখেছি, মেলায় ঘুরেছি, অনেক কিছু কিনেছি। খাবার খেয়েছি, অনেক ভালো লেগেছে। খুব আনন্দ পেয়েছি।’

মিষ্টি ব্যবসায়ী আবুল খায়ের মোল্লা বলেন, ‘প্রায় প াশ বছর ধরে এই নৌকা বাইচের মেলায় মিষ্টি বিক্রি করছি। দোকানে রসগোল্লা, আমৃত্তি, দানাদার, জিলাপিসহ বিভিন্ন মিষ্টিসামগ্রী রয়েছে। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে।’

নৌকাবাইচ ও মেলা আয়োজক কমিটির সভাপতি শেখর ইউপির সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ মিয়া বলেন, ‘চলতি বছর দিয়ে ১২৪তম নৌকাবাইচ হলো। শতবছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই আয়োজন করা হয়। জেলা-উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মানুষ এই বাইচ দেখতে আসেন।’

জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘নৌকাবাইচ ও মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোয়ালমারী থানা-পুলিশের সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

কুমার নদে শত বছরের নৌকাবাইচ দেখতে এলাকায় উৎসব, চলছে মেলা

আপডেট সময় : ০৭:২৬:৫৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমার নদে ১২৪ বছরের ধারাবাহিকতায় নৌকাবাইচ হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী এই বাইচকে ঘিরে এলাকায় তিন দিনব্যাপী গ্রামীণ মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেলজুড়ী এলাকায় কুমার নদে বাইচ হয়। এতে ছোট-বড় ১০-১২ টি নৌকা অংশ নেয়।

গতকাল বাইচ দেখতে জেলা ও আশপাশের বিভিন্ন উপজেলার হাজারো মানুষের ঢল নামে নদের দুই পাড়ে। এ উৎসব দেখাতে সারা বছর অপেক্ষায় থাকে ওই এলাকাসহ আশপাশের অনেক গ্রামের লোকজন। একে কেন্দ্র করে ওই অ লের মেয়েদের স্বামীরা শ্বশুরবাড়ি আসেন। আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দে গ্রামবাসী। বাইচে প্রথম ও দ্বিতীয় বিজয়ীদের একটি করে ফ্রিজ, তৃতীয় স্থান অধিকারীকে একটি রঙিন টিভি এবং সব অংশ গ্রহণকারীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় বলে আয়োজকেরা জানান।

সরেজমিনে দেখা যায়, কুমার নদে হাজারো মানুষ নৌকা, ট্রলার নিয়ে নদীর দুই পাড়ে দাঁড়িয়ে উপভোগ করে বাইচ উৎসব। এছাড়া বাইচ কেন্দ্র করে মেলায় নানা রকম মিষ্টি ও বিভিন্ন খাবার, খেলনাসহ সৌখিন পণ্য ইলিশ মাছের পসরা সাজিয়ে বসে দোকানিরা।

নৌকা বাইচ ও মেলায় ঘুরতে আসা গৃহবধূ নিপা বেগম বলেন, ‘কুমার নদে নৌকা বাইচের দিনের জন্য সারা বছর অত্র অ লের মানুষ অপেক্ষায় থাকে। মেয়েরা জামাই নিয়ে বাবার বাড়িতে আসেন। প্রতিবারের মতো স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছি। বাইচ দেখে মেলা ঘুরে অনেক কিছু কেনাকাটা করেছি।’

মেলায় আসা স্কুল শিক্ষার্থী আয়েশা সুলতানা বলেন, ‘বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখেছি, মেলায় ঘুরেছি, অনেক কিছু কিনেছি। খাবার খেয়েছি, অনেক ভালো লেগেছে। খুব আনন্দ পেয়েছি।’

মিষ্টি ব্যবসায়ী আবুল খায়ের মোল্লা বলেন, ‘প্রায় প াশ বছর ধরে এই নৌকা বাইচের মেলায় মিষ্টি বিক্রি করছি। দোকানে রসগোল্লা, আমৃত্তি, দানাদার, জিলাপিসহ বিভিন্ন মিষ্টিসামগ্রী রয়েছে। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে।’

নৌকাবাইচ ও মেলা আয়োজক কমিটির সভাপতি শেখর ইউপির সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ মিয়া বলেন, ‘চলতি বছর দিয়ে ১২৪তম নৌকাবাইচ হলো। শতবছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই আয়োজন করা হয়। জেলা-উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মানুষ এই বাইচ দেখতে আসেন।’

জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘নৌকাবাইচ ও মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোয়ালমারী থানা-পুলিশের সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে।’