শিরোনাম :
Logo কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট Logo লক্ষ্মীপুরে ক্যান্সারে আক্রান্ত রোগীকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের নগদ অর্থ প্রদান Logo বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি Logo জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা Logo শ্রীরাধার প্রেম ও প্রার্থনায় মুখর ইবির টিএসএসসি প্রাঙ্গণ Logo চবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Logo রাকসু নিয়ে উত্তেজনা ; বক্তব্য দেওয়ার সময় শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ Logo মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী Logo চাঁদপুরে মাদক নির্মূলে সাহসিকতার সাথে কাজ করছে সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান Logo পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা – ঐক্যবদ্ধভাবে মিলনকে এমপি করার অঙ্গীকার

বন্যার প্রভাব নেই ঢাকার সবজির বাজারে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

আবহাওয়া গুমোট। তাই ছুটির দিনে রাজধানীর সবজির বাজারে আড়মোড়া ভাঙলো কিছুটা দেরিতে। ক্রেতাদের আনাগোনা তুলনামূলক কম। তবে রাতে পর্যাপ্ত ট্রাক আসায় কারওয়ান বাজারে সবজির যোগানে তেমন প্রভাব নেই।

জানা গেলো, যেসব এলাকায় বন্যা হচ্ছে, সেখান থেকে ঢাকায় সবজি আসে খুব কম। তাই বেশিরভাগ পণ্য বিকোচ্ছে আগের দরেই। তবে হুট করে ১শ’ টাকা ছাড়িয়েছে বেগুনের কেজি। ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের দামে। এ নিয়ে ব্যবসায়ীরা বললেন, বাজারে বন্যার প্রভাব না থাকলেও টানা বৃষ্টির ধাক্কা আছে।

এই টানা বৃষ্টিতে সবজির উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আগে থেকেই বেড়েছে উৎপাদন ব্যয়। ফলে গ্রীষ্মকালীন সবজি আবাদের পর মুনাফা হবে কি না, তা ভেবেই দিশেহারা চাষীরা। চাঁদাবাজি নিয়ে পর্যবেক্ষণ আছে তাদেরও।

চাষীরা বলছেন, বন্যা আক্রান্ত এলাকায় পানি নেমে যাবার পর দ্রুত প্রণোদনা দিলে সহসাই ঘুরে দাঁড়াতে পারবে কৃষক।

এদিকে, দেশের উত্তরে সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থান হাটে গত ৭ দিনে সবজির সরবরাহ কমেছে। ফলে পাইকারি হিসাবে বেশিরভাগ পণ্যের দর দাঁড়াচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। তবে ব্যবসায়ীরা জানালেন, চাঁদাবাজি নিয়ে স্বস্তি ফিরেছে। কমেছে পরিবহন খরচও।

সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সোনালি মুরগিও ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিড ২০০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, লেয়ার লাল মুরগি ২৯০ টাকা ও সাদা লেয়ার ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যাগস :

কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট

বন্যার প্রভাব নেই ঢাকার সবজির বাজারে

আপডেট সময় : ০৩:৪৪:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪

আবহাওয়া গুমোট। তাই ছুটির দিনে রাজধানীর সবজির বাজারে আড়মোড়া ভাঙলো কিছুটা দেরিতে। ক্রেতাদের আনাগোনা তুলনামূলক কম। তবে রাতে পর্যাপ্ত ট্রাক আসায় কারওয়ান বাজারে সবজির যোগানে তেমন প্রভাব নেই।

জানা গেলো, যেসব এলাকায় বন্যা হচ্ছে, সেখান থেকে ঢাকায় সবজি আসে খুব কম। তাই বেশিরভাগ পণ্য বিকোচ্ছে আগের দরেই। তবে হুট করে ১শ’ টাকা ছাড়িয়েছে বেগুনের কেজি। ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের দামে। এ নিয়ে ব্যবসায়ীরা বললেন, বাজারে বন্যার প্রভাব না থাকলেও টানা বৃষ্টির ধাক্কা আছে।

এই টানা বৃষ্টিতে সবজির উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আগে থেকেই বেড়েছে উৎপাদন ব্যয়। ফলে গ্রীষ্মকালীন সবজি আবাদের পর মুনাফা হবে কি না, তা ভেবেই দিশেহারা চাষীরা। চাঁদাবাজি নিয়ে পর্যবেক্ষণ আছে তাদেরও।

চাষীরা বলছেন, বন্যা আক্রান্ত এলাকায় পানি নেমে যাবার পর দ্রুত প্রণোদনা দিলে সহসাই ঘুরে দাঁড়াতে পারবে কৃষক।

এদিকে, দেশের উত্তরে সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার মহাস্থান হাটে গত ৭ দিনে সবজির সরবরাহ কমেছে। ফলে পাইকারি হিসাবে বেশিরভাগ পণ্যের দর দাঁড়াচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। তবে ব্যবসায়ীরা জানালেন, চাঁদাবাজি নিয়ে স্বস্তি ফিরেছে। কমেছে পরিবহন খরচও।

সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সোনালি মুরগিও ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিড ২০০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, লেয়ার লাল মুরগি ২৯০ টাকা ও সাদা লেয়ার ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।