শিরোনাম :
Logo জামাত নেতা হত্যা মামলার মূল আসামী গ্রেফতার Logo সিরাজগঞ্জে পেঁপে চাষে সাফল্যের মুখে রাসেল! Logo বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা Logo বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে Logo রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের কক্সবাজার- টেকনাফ সড়ক অবরোধ” Logo জুলাই আন্দোলন বিরোধী কার্যক্রমে ইবির ৬১ শিক্ষক-শিক্ষার্থীকে শোকজ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন Logo ২ হাজার রোহিঙ্গার নামে ভুয়া জম্ন নিবন্ধন। তদন্ত হলেও ব্যবস্থা হয়নি দেড় মাসেও। Logo বেরোবির ছাত্র সংসদের দাবিতে অনশনে ২৪ ঘন্টায় অসুস্থ ৪ ‎ Logo খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরা হ‌লো না হাসাবু‌লের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪
  • ৭৭৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মোটরসাই‌কেল হাট থে‌কে শ‌খের মোটরসাইকেল কিনে বা‌ড়ি ফেরার প‌থে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হাসাবুল (২৮)।

শুক্রবার বি‌কে‌লে জেলার দামুড়হুদা উপ‌জেলার উজিরপুর নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। উপ‌জেলার নাটুহদ ইউনিয়নের খ‌লিশাগা‌ড়ি গ্রামের ইয়াকুব আলীর ছে‌লে হাসাবুল। পেশায় তিনি ক‌রিমন চালক।

প্রত্যক্ষদ‌র্শী উজিরপুর গ্রা‌মের ইকরামুল হো‌সেন জানান, মোটরসাইকেলযো‌গে চ‌ুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার দি‌কে যাওয়ার সময় শুক্রবার বি‌কেল ৬ টার দি‌কে হাসাবুল উজিরপুর মাদরাসার স‌ন্নিক‌টে এক‌টি অটোরিকশা ওভার‌টেক কর‌তে যায়। এসময় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের উপর প‌ড়ে গুরুতর আহত হয় হাসাবুল। পরে পথচারীরা তা‌কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

‌নিহতর পিতা দিন মজুর ইয়াকুব আলী কান্না কর‌তে কর‌তে জানান, ছে‌লে হাসাবু‌লের অনেক বছ‌রের শখ ছিল পালসার মোটরসাই‌কেল কেনার। আমরা খে‌টে খাওয়া মানুষ। আমা‌দের‌ তো আর নতুন মোটরসাই‌কেল কেনার সামর্থ নেই। তাই ছে‌লে তার দুই বন্ধুকে নি‌য়ে আলমডাঙ্গা মোটরসাই‌কেল হা‌টে মোটরসাইকেল কিন‌তে যায়। পছন্দ মতো পালসার মোটরসাইকেল কি‌নে বা‌ড়ি ফেরার সময় শ‌খের মোটরসাই‌কেল আমার ছেলের জীবন কে‌ড়ে নিল।

দামুড়হুদা ম‌ডেল থানার সে‌কেন্ড অফিসার এসআই আসাদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, হাসাবুলের মর‌দেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ম‌র্গে রাখা আছে। প‌রিবা‌রের আবেদনের প্রে‌ক্ষি‌তে এ ব্যাপা‌রে থানায় এক‌টি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চল‌ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামাত নেতা হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরা হ‌লো না হাসাবু‌লের

আপডেট সময় : ০৬:৩৬:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মোটরসাই‌কেল হাট থে‌কে শ‌খের মোটরসাইকেল কিনে বা‌ড়ি ফেরার প‌থে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হাসাবুল (২৮)।

শুক্রবার বি‌কে‌লে জেলার দামুড়হুদা উপ‌জেলার উজিরপুর নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। উপ‌জেলার নাটুহদ ইউনিয়নের খ‌লিশাগা‌ড়ি গ্রামের ইয়াকুব আলীর ছে‌লে হাসাবুল। পেশায় তিনি ক‌রিমন চালক।

প্রত্যক্ষদ‌র্শী উজিরপুর গ্রা‌মের ইকরামুল হো‌সেন জানান, মোটরসাইকেলযো‌গে চ‌ুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার দি‌কে যাওয়ার সময় শুক্রবার বি‌কেল ৬ টার দি‌কে হাসাবুল উজিরপুর মাদরাসার স‌ন্নিক‌টে এক‌টি অটোরিকশা ওভার‌টেক কর‌তে যায়। এসময় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের উপর প‌ড়ে গুরুতর আহত হয় হাসাবুল। পরে পথচারীরা তা‌কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

‌নিহতর পিতা দিন মজুর ইয়াকুব আলী কান্না কর‌তে কর‌তে জানান, ছে‌লে হাসাবু‌লের অনেক বছ‌রের শখ ছিল পালসার মোটরসাই‌কেল কেনার। আমরা খে‌টে খাওয়া মানুষ। আমা‌দের‌ তো আর নতুন মোটরসাই‌কেল কেনার সামর্থ নেই। তাই ছে‌লে তার দুই বন্ধুকে নি‌য়ে আলমডাঙ্গা মোটরসাই‌কেল হা‌টে মোটরসাইকেল কিন‌তে যায়। পছন্দ মতো পালসার মোটরসাইকেল কি‌নে বা‌ড়ি ফেরার সময় শ‌খের মোটরসাই‌কেল আমার ছেলের জীবন কে‌ড়ে নিল।

দামুড়হুদা ম‌ডেল থানার সে‌কেন্ড অফিসার এসআই আসাদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, হাসাবুলের মর‌দেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ম‌র্গে রাখা আছে। প‌রিবা‌রের আবেদনের প্রে‌ক্ষি‌তে এ ব্যাপা‌রে থানায় এক‌টি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চল‌ছে।