নিউজ ডেস্ক:
মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হালিম নামের ১ স্কুলছাত্র আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে যাওয়ার সময় মেহেরপুর খন্দকার পাড়াই অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হালিম।
এলাকাবাসীরা জানান, মোটরসাইকেলের গতি বেশি থাকায় অটোর সাথে ধাক্কা খেয়ে কারেন্টের থাম্বার সাথে মাথায় আঘাত লাগে হালিমের। আহত হালিম মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের জাব্বারুল এর ছেলে। হালিমের অবস্থা গুরুতর হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।










































