দামুড়হুদায় সরকারি আদেশ অমান্য মাস্ক না পরায় ১৭ জনকে জরিমানা

0
46

নিউজ ডেস্ক:দামুড়হুদায় সরকারি আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করে বাইরে চলাফেরা করার অপরাধে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭ জনকে ১০ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। গতকাল বুধবার দিনভর বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, মাস্ক না ব্যবহার করার অপরাধে দোষী সাব্যস্ত করে ১৮৬০ সালের ১৮৮ ধারায় দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাসুদ রানাকে ১ হাজার টাকা, আলামিনকে ৫ শ টাকা, হাবিবুর রহমানকে ৫০ টাকা, খেদের আলীকে ৫০ টাকা, হান্নানকে ৫০ টাকা, আলী হোসেনকে ৫০ টাকা, আমিনুলকে ৫০ টাকা, শহর আলীকে ৫০ টাকা ও একরামুলকে ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
এদিকে, মাস্ক না ব্যবহার করার অপরাধে দোষী সাব্যস্ত করে ১৮৬০ সালের ১৮৮ ধারায় দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গার খোকনকে ২৫০ টাকা, আখের আলীকে ২৫০ টাকা, ছাতিয়ান তলার আজিজুলের ২ শ টাকা, পীরপুরকুল্লাহ গ্রামের আবু সুফিয়ানের ৫ শ টাকা, কুতুবপুর গ্রামের কামরুল হাসানের ১ হাজার টাকা, আরামডাঙ্গার মুকুল মোল্লার ১ হাজার টাকা, কানাইডাঙ্গার জাহিদের ১ হাজার টাকা, কুতুবপুর গ্রামের আরাফাতের ১ হাজার টাকা, একই দিনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় দোষী সাব্যস্ত করে আরামডাঙ্গার করিব হোসেনকে ২ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় দোষী সাব্যস্ত করে খলিশাগাড়ির শাহাজানকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।