মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন

৩৫ হাজার লোক সমাগমের সম্ভাবনা ॥ দুঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৫৫:১৭ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

আগামীকালের জনসভা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিরোধের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে : টোটন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভ্যাকসিন হিরো’ ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ অর্জনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিশাল জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভ্যাকসিন হিরো’ ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ অর্জনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিশাল জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের সদর দপ্তরে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার ও যুবকদের দক্ষতা বৃদ্ধিতে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কারে ভূষিত হওয়ায় এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সব অপশক্তির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা তিনটায় শহীদ হাসান চত্বরে (চৌরাস্তার মোড়) বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেবেন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। টোটন জোয়ার্দ্দার বলেন, ‘এ সমাবেশ থেকে বিএনপি-জামায়াতসহ সব স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিরোধ করার লক্ষ্যে এবং জঙ্গিবাদ ও মৌলবাদকে নির্মূল করার জন্য কর্মসূচি ঘোষণা করা হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নেতা গঠনতন্ত্র বহির্ভূত কর্মকা- চালিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলকে ক্ষতিগ্রস্ত করতে চান তাঁরা। ইতিমধ্যে তাঁরা বিভিন্ন জায়গায় কমিটি গঠনের নামে দলকে দ্বিখ-িত করে নিজেদের অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই জেলা আওয়ামী লীগ থেকে রাজাকারের সন্তান ও অযোগ্য লোকদের দল থেকে বিতাড়িত করতে চাই।’ লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘যারা গঠনতন্ত্র তোয়াক্কা না করে অগঠনতান্ত্রিক কার্যকলাপে জড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা কমিটির একজন সহসভাপতি দলের সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে কমিটি গঠন করে বেড়াচ্ছেন, যা গঠনতন্ত্র পরিপন্থী। তাঁকে সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্ক করে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগ এখন হার্ডলাইনে হাঁটছে। ৩ তারিখের জনসভার পর দলে অনুপ্রবেশকারীদের তালিকা করা হবে। পরে তা গোয়েন্দা সংস্থাসহ গণমাধ্যমকর্মীদের কাছেও প্রকাশ করা হবে।’ সম্প্রতি শহরে বেশ কয়েকটি বিশৃঙ্খলার ঘটনার বিষয়ে তিনি বলেন, কিছু অযোগ্য ও অপরিপক্ক লোকজন রাজনীতিতে আসার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ায় এ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এদিকে, জনসভার দিন সড়কে যানবাহন চলাচল ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে টোটন জোয়ার্দ্দার বলেন, জেলার ৩৮টি ইউনিয়ন, ৪টি পৌরসভা ও উপজেলা থেকে জনসভায় প্রায় ৩৫ হাজার লোকসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। তাই শহরজুড়ে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এ কথা মাথায় রেখে রুটপ্লান করা হয়েছে। যানবাহন চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে দুই ঘণ্টা বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রেখে তা শহরের বাইরে সুবিধাজনক স্থানে থামিয়ে রাখা হবে। অন্যান্য যানবাহন চলাচলে ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে বিকল্প রাস্তা নির্ধারণ করা হবে। এ ছাড়া জনসভায় আগত যানবাহনগুলো রাখার জন্য দৌলাতদিয়াড় বিএডিসি (বীজ), টাউন ফুটবল মাঠ, পুরাতন স্টেডিয়াম মাঠ ও সরকারি কলেজ চত্বর নির্ধারণ করা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন আহম্মেদ, খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মুহ. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু, দপ্তর সম্পাদক আবু তালেব বিশ্বাস প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ

৩৫ হাজার লোক সমাগমের সম্ভাবনা ॥ দুঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল

আপডেট সময় : ০৮:৫৫:১৭ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯

আগামীকালের জনসভা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিরোধের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে : টোটন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভ্যাকসিন হিরো’ ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ অর্জনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিশাল জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভ্যাকসিন হিরো’ ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ অর্জনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিশাল জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের সদর দপ্তরে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার ও যুবকদের দক্ষতা বৃদ্ধিতে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কারে ভূষিত হওয়ায় এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সব অপশক্তির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা তিনটায় শহীদ হাসান চত্বরে (চৌরাস্তার মোড়) বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেবেন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। টোটন জোয়ার্দ্দার বলেন, ‘এ সমাবেশ থেকে বিএনপি-জামায়াতসহ সব স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিরোধ করার লক্ষ্যে এবং জঙ্গিবাদ ও মৌলবাদকে নির্মূল করার জন্য কর্মসূচি ঘোষণা করা হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নেতা গঠনতন্ত্র বহির্ভূত কর্মকা- চালিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলকে ক্ষতিগ্রস্ত করতে চান তাঁরা। ইতিমধ্যে তাঁরা বিভিন্ন জায়গায় কমিটি গঠনের নামে দলকে দ্বিখ-িত করে নিজেদের অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই জেলা আওয়ামী লীগ থেকে রাজাকারের সন্তান ও অযোগ্য লোকদের দল থেকে বিতাড়িত করতে চাই।’ লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘যারা গঠনতন্ত্র তোয়াক্কা না করে অগঠনতান্ত্রিক কার্যকলাপে জড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা কমিটির একজন সহসভাপতি দলের সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে কমিটি গঠন করে বেড়াচ্ছেন, যা গঠনতন্ত্র পরিপন্থী। তাঁকে সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্ক করে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগ এখন হার্ডলাইনে হাঁটছে। ৩ তারিখের জনসভার পর দলে অনুপ্রবেশকারীদের তালিকা করা হবে। পরে তা গোয়েন্দা সংস্থাসহ গণমাধ্যমকর্মীদের কাছেও প্রকাশ করা হবে।’ সম্প্রতি শহরে বেশ কয়েকটি বিশৃঙ্খলার ঘটনার বিষয়ে তিনি বলেন, কিছু অযোগ্য ও অপরিপক্ক লোকজন রাজনীতিতে আসার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ায় এ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এদিকে, জনসভার দিন সড়কে যানবাহন চলাচল ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে টোটন জোয়ার্দ্দার বলেন, জেলার ৩৮টি ইউনিয়ন, ৪টি পৌরসভা ও উপজেলা থেকে জনসভায় প্রায় ৩৫ হাজার লোকসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। তাই শহরজুড়ে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এ কথা মাথায় রেখে রুটপ্লান করা হয়েছে। যানবাহন চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে দুই ঘণ্টা বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রেখে তা শহরের বাইরে সুবিধাজনক স্থানে থামিয়ে রাখা হবে। অন্যান্য যানবাহন চলাচলে ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে বিকল্প রাস্তা নির্ধারণ করা হবে। এ ছাড়া জনসভায় আগত যানবাহনগুলো রাখার জন্য দৌলাতদিয়াড় বিএডিসি (বীজ), টাউন ফুটবল মাঠ, পুরাতন স্টেডিয়াম মাঠ ও সরকারি কলেজ চত্বর নির্ধারণ করা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন আহম্মেদ, খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মুহ. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু, দপ্তর সম্পাদক আবু তালেব বিশ্বাস প্রমুখ।