নিউজ ডেস্ক:
তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। সমুদ্রপথে স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার পথে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শনিবার তিউনিশিয়ার উপকূলে অভিবাসীদের নিয়ে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১২ জন লোকের মৃত্যু হয়েছে। এদিকে, রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, নৌবাহিনীর হাতে আটক হওয়া একজন বলে, ডুবে যাওয়ার পরে নৌকাটি ফেলে চালক পালিয়ে যায়।
তবে রবিবার এক প্রতিবেদনে ৫০ জন মারা গেছে বলে সংবাদ প্রকাশ করে তিউনিশিয়া। এতে বলা হয় জীবিত অবস্থায় ৬৮ জনকে দেশটির নৌবাহিনী উদ্ধার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রাণালয় জানায়, দুর্ঘটনাটির দূরত্ব কার্কেনা দ্বীপ থেকে পাঁচ মাইল এবং সুফ্যাক্স শহরের ১৬ নটিক্যাল মাইল দূরে ছিল।
সূত্র: বিবিসি











































