মেহেরপুর প্রতিনিধি ॥
মেহেরপুরে একটি অস্ত্র মামলায় আব্দুল্লাহ নামের এক ব্যক্তির ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম ওই আদেশ দেন। দন্ডিত আবদুল্লাহ গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ফিরতাজুল মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ জুলাই জেলা গোয়েন্দা পুলিশের এস আই দেবাশিষ বড়–য়া নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুট্যারগানসহ আবদুল্লাহকে গ্রেপ্তার করে। ওই দিনই গাংনী থানার তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৮ জন স্বাক্ষী প্রদান করে। এ মামলায় রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী এবং আসামি পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।

















































