শিরোনাম :
Logo সুন্দরবনে বৈচিত্র্যের সন্ধানে  Logo উপাচার্যের সঙ্গে বৈঠক ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের Logo পরীক্ষায় অসদুপায়ের দায়ে নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার Logo রমজানের লম্বা ছুটিতে ভোগান্তিতে পরেন ইবির ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা Logo উপদেষ্টা ফারুকীকে নিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ Logo রিজার্ভ ডে থাকছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে Logo চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৮ মাসে মাদক নির্মূলে  অভিযান Logo পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাকাতি করে পালানোর সময় আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক। Logo হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি Logo ‘এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৮ হাজার কোটি টাকা লোপাট’

বহু অপকর্মের হোতা পুরান ঢাকার কথিত ভন্ডপীর এলাহীর বিরুদ্ধে সাংবাদিক অপহরণ ও নির্যাতনে থানায় মামলা, গ্রেফতার ১

  • আপডেট সময় : ১২:১২:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • ৭৪০ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান

সাংবাদিক অপহরন ও নির্যাতনে পুরান ঢাকার কথিত ভন্ডপীর আহসাব এলাহীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নির্যাতিত সাংবাদিক অশোক হোসাইন। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাংবাদিক আশেক হোসাইন বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করেন যাহার নং – ১৭/১৫৬। মামলা সূত্রে জানা যায়, উক্ত কথিত ভন্ড পীরের অনৈতিক কর্মকাণ্ডের রিপোর্ট করেছিলেন সাংবাদিক আশেক হোসাইন। এরই জেরধরে আশেক হোসাইনকে গত ৫ এপ্রিল দিবাগত রাতে পূর্বপরিকল্পিত ভাবে ভন্ড পীরের আস্তানায় ডেকে নিয়ে ৩দিন আটকে রেখে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ নির্মমভাবে নির্যাতন করে। পুরান ঢাকার ২নং আলি নকী দেওরী লেন, সাতরওজা আবুল উলাইয়া খানকার কথিত ভন্ডপীর আওসাফ এলাহীর (২২) বিরুদ্ধে সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের ঘটনায় বংশাল থানায় সাংবাদিক আশেক হোসাইনের দায়েরকৃত এ মামলায় অন্যান্য আসামিরা হলেন- জামিল, সাকিল, সাকের, গোলাম মোর্শেদ, নিশাত, মুক্তার হোসেন, (সর্বপিতা অজ্ঞাত) ফারহান, মোল্লা মুর্তজা কামাল, সহ আরো অনেকে।

অনুসন্ধানে জানা গেছে, কথিত এই ভন্ডপীরের অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ প্রকাশ করায় কথিত ভন্ডপীর ও তার ভক্তদের দিয়ে তিন জেলায় টিটিভি নিউজ পোর্টালের সম্পাদক সরোয়ার হোসাইন ও তার এসএসসি পড়ুয়া সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ ৫৭ ধারায় কয়েকটি মামলা দায়ের করেন এমন কি আমার মেধাবী ছেলের বিরুদ্ধেও মিথ্যা মামলা করান। ভন্ডপীর ও তার সহযোগীদের দায়েরকৃত মামলা গুলো মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত থেকে সরোয়ার হোসাইন ও তার ছেলেকে অব্যাহতি দেন। এ বিষয় সাংবাদিক তথা টিটিভি নিউজ পোর্টালের সম্পাদক সরোয়ার হোসাইন জানান, আমি সত্য ঘটনা প্রকাশ করায় আমার বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলা করায় আমি সামাজিক ও আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

তদন্তে আরো জানা যায়, কথিত ভন্ডপীর আওসাফ এলাহীর বিরুদ্ধে দেশে ও বিদেশে ভয়াবহ একপ্রতারণা চক্র পরিচালনার তথ্য রয়েছে। দেশের সাধারণ মানুষ ছাড়াও প্রবাসী বাংলাদেশীরাও তাদের প্রতারণার চক্রের দ্বারা প্রতারিত হচ্ছেন।শুধুপ্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার বিষয়ই নয়, নারী নির্যাতন থেকে শুরু করে ক্যাডার লালন করা ও নারীদের দেহ ব্যবসায় লিপ্ত করানোর অভিযোগও পাওয়া যায় কথিত এই পীরের বিরুদ্ধে। তার কাছে যাওয়া নারীদের মধ্যে অনেকেই তার লালসার শিকার হতে হয়।এই সিন্ডিকেট পরিচালনার জন্য তিনি দেশের ক্ষমতাশালী অনেক মানুষকে নানান ভাবে খুশি রাখেন। এসব ক্ষমতাশালীদের মধ্যে প্রশাসনের বেশকিছু উর্ধতন কর্মকর্তা ও বিত্তশালী অনেক সহোযোগী রয়েছেন কথিত ভন্ড পীরের। যাদের সহযোগীতায় মানুষকে চাকরী দেয়া থেকে শুরু করে নানান ধরনের সমস্যা এই পীর টাকা নিয়ে সমাধান করে থাকেন। এগুলো কোনো বুজরুকী নয়, বরং টাকা নিয়ে প্রভাব বিস্তার করে তিনি কাজ করিয়ে দেন। অনেকেই নারীর লোভে ও ঘুষ বাণিজ্যে লাভবান হওয়ার জন্য এই ভন্ড পীরের সহায়তা করে থাকেন। জানা গেছে, প্রভাবশালী বেশ কিছু মানুষ পীরের এই কর্মকান্ডে তাকে সহায়তা করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন মেজর মাহমুদ। জানা যায়, তিনি এই মামলার বিষয়েও বংশাল থানার ওসিকে বেশ জোর সুপারিশ করেছিলেন মামলা না নিতে। তাদের সহায়তায় কথিত এই ভন্ডপীর তার বিভিন্ন আস্তানায় এসব ভয়াবহ কর্মকান্ডের জাল বিস্তার করে রেখেছে। বাংলাদেশের সহজ সরল মানুষগুলোর সরল ধর্ম বিশ্বাসকে পুঁজি করে সম্পদের পাহাড় বানিয়েছে এই প্রতারকচক্র। ভন্ডদের ধোঁকায় পড়ে সরলমনা মুসলমান নর-নারীরা ঈমান হারাচ্ছে! এদেশে ভন্ড পীরের অভাব নেই। পীর নামধারী ভন্ডরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে নিঃস্ব করছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নেমে আসছে নির্মম নির্যাতনসহ হত্যা ও মিথ্যা মামলায় হয়রানী। উল্লেখ্য, ইতিপূর্বেও বিভিন্ন গনমাধ্যমে আওসাফ এলাহির অপকর্মের সংবাদ প্রকাশ করায় সংবাদ মাধ্যমের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হেনোস্থা করেন এই আওসাফ ও তার সহযোগীরা। প্রতি বছর বাৎসরিক উরসে পাকিস্তান থেকে কয়েক কোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের চাদর এনে মাজারে বিছান প্রশ্ন জাগে এত টাকা পাকিস্তান কিভাবে পাঠান?? কোটিকোটি টাকা আয়ের উৎস কি? এই টাকার টেক্স সরকারকে দেন কিনা? বিষয়টি তদন্ত করলে কেঁচো খুঁজতে সাপ বের হয়ে আসবে বলে জানান এলাকাবাসী ও স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

সুন্দরবনে বৈচিত্র্যের সন্ধানে 

বহু অপকর্মের হোতা পুরান ঢাকার কথিত ভন্ডপীর এলাহীর বিরুদ্ধে সাংবাদিক অপহরণ ও নির্যাতনে থানায় মামলা, গ্রেফতার ১

আপডেট সময় : ১২:১২:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮

রিপোর্ট : ইমাম বিমান

সাংবাদিক অপহরন ও নির্যাতনে পুরান ঢাকার কথিত ভন্ডপীর আহসাব এলাহীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নির্যাতিত সাংবাদিক অশোক হোসাইন। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাংবাদিক আশেক হোসাইন বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করেন যাহার নং – ১৭/১৫৬। মামলা সূত্রে জানা যায়, উক্ত কথিত ভন্ড পীরের অনৈতিক কর্মকাণ্ডের রিপোর্ট করেছিলেন সাংবাদিক আশেক হোসাইন। এরই জেরধরে আশেক হোসাইনকে গত ৫ এপ্রিল দিবাগত রাতে পূর্বপরিকল্পিত ভাবে ভন্ড পীরের আস্তানায় ডেকে নিয়ে ৩দিন আটকে রেখে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ নির্মমভাবে নির্যাতন করে। পুরান ঢাকার ২নং আলি নকী দেওরী লেন, সাতরওজা আবুল উলাইয়া খানকার কথিত ভন্ডপীর আওসাফ এলাহীর (২২) বিরুদ্ধে সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের ঘটনায় বংশাল থানায় সাংবাদিক আশেক হোসাইনের দায়েরকৃত এ মামলায় অন্যান্য আসামিরা হলেন- জামিল, সাকিল, সাকের, গোলাম মোর্শেদ, নিশাত, মুক্তার হোসেন, (সর্বপিতা অজ্ঞাত) ফারহান, মোল্লা মুর্তজা কামাল, সহ আরো অনেকে।

অনুসন্ধানে জানা গেছে, কথিত এই ভন্ডপীরের অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ প্রকাশ করায় কথিত ভন্ডপীর ও তার ভক্তদের দিয়ে তিন জেলায় টিটিভি নিউজ পোর্টালের সম্পাদক সরোয়ার হোসাইন ও তার এসএসসি পড়ুয়া সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ ৫৭ ধারায় কয়েকটি মামলা দায়ের করেন এমন কি আমার মেধাবী ছেলের বিরুদ্ধেও মিথ্যা মামলা করান। ভন্ডপীর ও তার সহযোগীদের দায়েরকৃত মামলা গুলো মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত থেকে সরোয়ার হোসাইন ও তার ছেলেকে অব্যাহতি দেন। এ বিষয় সাংবাদিক তথা টিটিভি নিউজ পোর্টালের সম্পাদক সরোয়ার হোসাইন জানান, আমি সত্য ঘটনা প্রকাশ করায় আমার বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলা করায় আমি সামাজিক ও আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

তদন্তে আরো জানা যায়, কথিত ভন্ডপীর আওসাফ এলাহীর বিরুদ্ধে দেশে ও বিদেশে ভয়াবহ একপ্রতারণা চক্র পরিচালনার তথ্য রয়েছে। দেশের সাধারণ মানুষ ছাড়াও প্রবাসী বাংলাদেশীরাও তাদের প্রতারণার চক্রের দ্বারা প্রতারিত হচ্ছেন।শুধুপ্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার বিষয়ই নয়, নারী নির্যাতন থেকে শুরু করে ক্যাডার লালন করা ও নারীদের দেহ ব্যবসায় লিপ্ত করানোর অভিযোগও পাওয়া যায় কথিত এই পীরের বিরুদ্ধে। তার কাছে যাওয়া নারীদের মধ্যে অনেকেই তার লালসার শিকার হতে হয়।এই সিন্ডিকেট পরিচালনার জন্য তিনি দেশের ক্ষমতাশালী অনেক মানুষকে নানান ভাবে খুশি রাখেন। এসব ক্ষমতাশালীদের মধ্যে প্রশাসনের বেশকিছু উর্ধতন কর্মকর্তা ও বিত্তশালী অনেক সহোযোগী রয়েছেন কথিত ভন্ড পীরের। যাদের সহযোগীতায় মানুষকে চাকরী দেয়া থেকে শুরু করে নানান ধরনের সমস্যা এই পীর টাকা নিয়ে সমাধান করে থাকেন। এগুলো কোনো বুজরুকী নয়, বরং টাকা নিয়ে প্রভাব বিস্তার করে তিনি কাজ করিয়ে দেন। অনেকেই নারীর লোভে ও ঘুষ বাণিজ্যে লাভবান হওয়ার জন্য এই ভন্ড পীরের সহায়তা করে থাকেন। জানা গেছে, প্রভাবশালী বেশ কিছু মানুষ পীরের এই কর্মকান্ডে তাকে সহায়তা করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন মেজর মাহমুদ। জানা যায়, তিনি এই মামলার বিষয়েও বংশাল থানার ওসিকে বেশ জোর সুপারিশ করেছিলেন মামলা না নিতে। তাদের সহায়তায় কথিত এই ভন্ডপীর তার বিভিন্ন আস্তানায় এসব ভয়াবহ কর্মকান্ডের জাল বিস্তার করে রেখেছে। বাংলাদেশের সহজ সরল মানুষগুলোর সরল ধর্ম বিশ্বাসকে পুঁজি করে সম্পদের পাহাড় বানিয়েছে এই প্রতারকচক্র। ভন্ডদের ধোঁকায় পড়ে সরলমনা মুসলমান নর-নারীরা ঈমান হারাচ্ছে! এদেশে ভন্ড পীরের অভাব নেই। পীর নামধারী ভন্ডরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে নিঃস্ব করছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নেমে আসছে নির্মম নির্যাতনসহ হত্যা ও মিথ্যা মামলায় হয়রানী। উল্লেখ্য, ইতিপূর্বেও বিভিন্ন গনমাধ্যমে আওসাফ এলাহির অপকর্মের সংবাদ প্রকাশ করায় সংবাদ মাধ্যমের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হেনোস্থা করেন এই আওসাফ ও তার সহযোগীরা। প্রতি বছর বাৎসরিক উরসে পাকিস্তান থেকে কয়েক কোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের চাদর এনে মাজারে বিছান প্রশ্ন জাগে এত টাকা পাকিস্তান কিভাবে পাঠান?? কোটিকোটি টাকা আয়ের উৎস কি? এই টাকার টেক্স সরকারকে দেন কিনা? বিষয়টি তদন্ত করলে কেঁচো খুঁজতে সাপ বের হয়ে আসবে বলে জানান এলাকাবাসী ও স্থানীয়রা।