১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত !

  • আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। প্রস্তুতি সভায় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, পুলিশ সুপার আনিছুর রহমান, আনছার ও ভিডিপি অ্যাডজুডেন্ট আব্দুর রশিদ. এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আকতার, মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি এ্যাড. মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর প্রসক্লাবের সভাপতি আলামিন হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।

সভায় মুজিবনগর দিবসের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচীর মধ্যে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় গার্ড অব অনার প্রদান, গীতিনাট্য অনুষ্ঠান, পৌনে ১১ টায় মুজিবনগর আ¤্রকাননের শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা এবং বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় ও স্থানীয় শিল্পিদের পরিবেশনা সাংস্কৃতি অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের প্রয়োজনীয় স্থাপনা সংস্কার, রঙ করা, স্ট্রিট লাইট মেরামত এবং ১৫ এপ্রিল থেকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র নিরাপত্তার জন্য জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত !

আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। প্রস্তুতি সভায় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, পুলিশ সুপার আনিছুর রহমান, আনছার ও ভিডিপি অ্যাডজুডেন্ট আব্দুর রশিদ. এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আকতার, মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি এ্যাড. মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর প্রসক্লাবের সভাপতি আলামিন হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।

সভায় মুজিবনগর দিবসের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচীর মধ্যে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় গার্ড অব অনার প্রদান, গীতিনাট্য অনুষ্ঠান, পৌনে ১১ টায় মুজিবনগর আ¤্রকাননের শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা এবং বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় ও স্থানীয় শিল্পিদের পরিবেশনা সাংস্কৃতি অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের প্রয়োজনীয় স্থাপনা সংস্কার, রঙ করা, স্ট্রিট লাইট মেরামত এবং ১৫ এপ্রিল থেকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র নিরাপত্তার জন্য জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।