আবার ও আলোচনার প্রস্তাব সময়ক্ষেপণ হতে পারে উত্তর কোরিয়ার !

  • আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আবার ও আলোচনার প্রস্তাব সময়ক্ষেপণ হতে পারে উত্তর কোরিয়ার !

উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনার প্রস্তাব সময়ক্ষেপণ হতে পারে বলে সতর্ক করেছেন জাপানের প্রধানমন্ত্রী। শিনজো অ্যাবে বলেন, কেবলমাত্র আলোচনার জন্য আলোচনা অর্থহীন। পাশাপাশি, পিয়ংইয়ংয়ের সুস্পষ্ট পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ ব্যাপারে বৃহস্পতিবার অ্যাবে এমপিদের বলেন, ‘আমি আবারও বলছি যে, উত্তর কোরিয়াকে সর্বোচ্চ চাপের মুখে রেখে আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করেছি যাতে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়।’

অ্যাবে সতর্ক করে দিয়ে আরও বলেন, অতীতেও দেখা গেছে যে, উত্তর কোরিয়া আলোচনার কথা বলে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে সময়ক্ষেপণ করেছে।

তিনি বলেন, ‘কেবলমাত্র আলোচনার জন্য আলোচনা অর্থহীন। কেবলমাত্র উত্তর কোরিয়া আলোচনা শুরু করলেই আমারা তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবো না। এক্ষেত্রে পিয়ংইয়ংকে অবশ্যই সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়া জানায়, তাদের দেশের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলে এর বিনিময়ে তারা পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার কথা বিবেচনা করবে।

সূত্র: এএফপি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবার ও আলোচনার প্রস্তাব সময়ক্ষেপণ হতে পারে উত্তর কোরিয়ার !

আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ মার্চ ২০১৮

নিউজ ডেস্ক:

আবার ও আলোচনার প্রস্তাব সময়ক্ষেপণ হতে পারে উত্তর কোরিয়ার !

উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনার প্রস্তাব সময়ক্ষেপণ হতে পারে বলে সতর্ক করেছেন জাপানের প্রধানমন্ত্রী। শিনজো অ্যাবে বলেন, কেবলমাত্র আলোচনার জন্য আলোচনা অর্থহীন। পাশাপাশি, পিয়ংইয়ংয়ের সুস্পষ্ট পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ ব্যাপারে বৃহস্পতিবার অ্যাবে এমপিদের বলেন, ‘আমি আবারও বলছি যে, উত্তর কোরিয়াকে সর্বোচ্চ চাপের মুখে রেখে আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করেছি যাতে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়।’

অ্যাবে সতর্ক করে দিয়ে আরও বলেন, অতীতেও দেখা গেছে যে, উত্তর কোরিয়া আলোচনার কথা বলে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে সময়ক্ষেপণ করেছে।

তিনি বলেন, ‘কেবলমাত্র আলোচনার জন্য আলোচনা অর্থহীন। কেবলমাত্র উত্তর কোরিয়া আলোচনা শুরু করলেই আমারা তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবো না। এক্ষেত্রে পিয়ংইয়ংকে অবশ্যই সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়া জানায়, তাদের দেশের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলে এর বিনিময়ে তারা পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার কথা বিবেচনা করবে।

সূত্র: এএফপি