মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানিশা (৬) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক টমটম চালককে আটক করেছে স্থানীয় লোকজন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ মার্চ) সন্ধ্যা ৬ টায় ওই উপজেলার কদুপুর বাজারে।সুত্রে প্রকাশ ওই বাজারে রাস্তা পারাপারের সময় কদুপুর গ্রামের দুবাই প্রবাসী মকছুদুল হকের শিশু কন্যা তানিশা একটি টমটমের চাপায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কুলে ঢলে পড়ে। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
অপরদিকে ঘাতক টমটম চালক একই উপজেলার নোয়াগাঁও গ্রামের হারুন মিয়ার পুত্র সোহাগ মিয়াকে জনগন আটক করে রেখেছেন বলে জানা গেছে।
শুক্রবার
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ