নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে দক্ষিণ বাশঁহাটি গ্রামের নিরীহ কৃষক মৃত আবুু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ দুলাল মিয়া দখলীয় জমি একই গ্রামের প্রতিবেশী নয়ন মিয়া, এমদাদুল, রিপন, স্বপন, সুজন, সোহেল, কামরুল ও গিয়াস উদ্দিন কর্তৃক জবর দখলের এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞ আদালতে দায়ের কৃত মামলা সুত্রে জানা গেছে মোঃ দুলাল মিয়া গং প্রায় ৫০ বছর ধরে তাদের নিজস্ব এক একর সম্পত্তি ভোগ দখল করে যাচ্ছে। প্রতিপক্ষরা উক্ত ভূমিতে জবর দখল করে নিয়ে যাওয়ায় চেষ্ঠা করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জেলা ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট উক্ত ভূমিতে ১৪৪ ধারার আদেশ দিয়ে নালিশী ভূমির বর্তমান দখলকারের দখল অক্ষুন্ন রেখে উক্ত ভূমি নিয়ে যাতে কোন শান্তি ভঙ্গ না ঘটে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনর্চাজ নান্দাইল থানাকে নিদের্শ প্রদান করেছেন। ৩রা মার্চ নয়ন গং পূনরায় জমির দখল নিতে গেলে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্তন করেন এবং নয়ন গংকে উক্ত জমিতে প্রবেশ না করার জন্য নিষেধ করেছেন। জনবলহীন মোঃ দুলাল মিয়া তাদের সহায় সম্পদ রক্ষার জন্য প্রশাসন সহ স্থানীয় মানবাধিকার সংস্থার সহযোগীতা কামনা করেছেন।



















































