ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। তিনি জানান, শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভেজাল মেশানো পণ্য বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় খাবারে কৃত্রিম রং মেশানোর অপরাধে পুরাতন হাটখোলা এলাকার আফাঙ্গীর হোটেলে ৪ হাজার, আলপনা হোটেলে ২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বাজারজাতকরণের অপরাধে মিজানুর সার ও কীটনাশকের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সদর থানার এস আই জীবন কুমার দাস, সেনেটারী ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস ও ঝিনাইদহ ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার
২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ