নিউজ ডেস্ক:
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। এর উপর দলে হানা দিয়েছে ইনজুরি। আর সে কারণেই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খেলতে পারছেন না ইংল্যান্ড পেসার ক্রেইগ ওভারটন। এমনটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
জানা যায়, পাঁজরে হাড় ভেঙে গেছে তার। অ্যাডিলেড টেস্টে প্রথমে চোট পাওয়ার পর পার্থে পূনরায় ব্যথা পান তিনি। গুরুতর চোট পাওয়ার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজে সিডনিতে শেষ টেস্টেও ওভাটনের শঙ্কা রয়েছে।
এদিকে, ওভারটনের পরিবর্তে সিডনিতে টম কারানের অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। যদিও তার বল দলের অন্যদের মতো দ্রুত গতির না। তবে তার ডেলিভারিগুলো বেশ স্কিলফুল।
সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ইংল্যান্ড ৩-০তেই পিছিয়ে রয়েছে। হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় দিন পার করছে তারা।
২৬ ডিসেম্বর চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে।