নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট শিবলু কুমার দে আনোয়ার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আদালত পুলিশের পরিদর্শক স্বপন কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, দিয়াজ হত্যা মামলায় কারাগারে থাকা আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা চট্টগ্রাম সিআইডির সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন। বৃহস্পতিবার আবেদনের শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম ময়নাতদন্তে দিয়াজ আত্মহত্যা করেছে বলে প্রতিবেদন দেওয়া হয়। পরবর্তীতে দিয়াজের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা ময়নাতদন্তে দিয়াজকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই ঘটনায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চবির সহকারী প্রক্টর আনোয়ার হোসেনসহ ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গত ১৮ ডিসেম্বর আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ বৃহস্পতিবার তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।
রাইজিংবিডি