শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা Logo হেলমেট না থাকায় সেনা সদস্যদের মারধরে যুবক নিহতের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ

চবির প্রাক্তন সহকারী প্রক্টর ২ দিনের রিমান্ডে !

  • আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট শিবলু কুমার দে আনোয়ার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আদালত পুলিশের পরিদর্শক স্বপন কুমার মজুমদার।

আদালত সূত্র জানায়, দিয়াজ হত্যা মামলায় কারাগারে থাকা আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা চট্টগ্রাম সিআইডির সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন। বৃহস্পতিবার আবেদনের শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম ময়নাতদন্তে দিয়াজ আত্মহত্যা করেছে বলে প্রতিবেদন দেওয়া হয়। পরবর্তীতে দিয়াজের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা ময়নাতদন্তে দিয়াজকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই ঘটনায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চবির সহকারী প্রক্টর আনোয়ার হোসেনসহ ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গত ১৮ ডিসেম্বর আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ বৃহস্পতিবার তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

রাইজিংবিডি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

“সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি”

চবির প্রাক্তন সহকারী প্রক্টর ২ দিনের রিমান্ডে !

আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট শিবলু কুমার দে আনোয়ার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আদালত পুলিশের পরিদর্শক স্বপন কুমার মজুমদার।

আদালত সূত্র জানায়, দিয়াজ হত্যা মামলায় কারাগারে থাকা আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা চট্টগ্রাম সিআইডির সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন। বৃহস্পতিবার আবেদনের শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম ময়নাতদন্তে দিয়াজ আত্মহত্যা করেছে বলে প্রতিবেদন দেওয়া হয়। পরবর্তীতে দিয়াজের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা ময়নাতদন্তে দিয়াজকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই ঘটনায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চবির সহকারী প্রক্টর আনোয়ার হোসেনসহ ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গত ১৮ ডিসেম্বর আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ বৃহস্পতিবার তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

রাইজিংবিডি