মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাঙ্গালীর জীবনে স্মৃতিগাথা মহান বিজয়ের মাস ডিসেম্বর। ১৬ডিসেম্বর কে কেন্দ্র করে লক্ষ্মীপুরের পথে পথে বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন ধরনের পতাকা ও মহান বিজয় দিবস লেখা বিভিন্ন বন্ধনী বিক্রির ধুম পড়ে গেছে।
ফেরিওয়ালা রুহুল আমিন জানান, সে কুমিল্লা থেকে এসেছে। এ সময় সে পতাকা ও মানচিত্র ফেরি করে। অন্য সময় যখন যেটার চাহিদা তা ফেরি করে। এ ব্যবসা দিয়েই তার সংসার চলে বলে সে জানায়।
লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা বেশ কয়েকজন বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন ধরনের পতাকা ও মহান বিজয় দিবস লেখা বিভিন্ন বন্ধনী বিক্রি করতে তারা লক্ষ্মীপুরে অবস্থান করছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পায়ে হেটে বিভিন্ন ধরন ও দামের পতাকা ও মানচিত্র বাঁশের মধ্যে বেধে সাজিয়ে শহর-গ্রাম-বাজার ঘুরে ঘুরে বিক্রি করেন। বিভিন্ন মাপের পতাকা হাতে বা কয়েক ফুট উচু বাঁশের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকায় সাজিয়ে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছে তারা।
তাদের সাথে কথা বলে জানা গেছে, ওইসব পন্যের দাম ১০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। তারা প্রতি মৌসুমে গাজীপুর হতে ৭ থেকে ৮ হাজার টাকার পণ্য কিনে আনেন। প্রতিদিন ১৫০ থেকে ৩০০ টাকা লাভ থাকে তাদের। বিক্রি শেষে প্রতি মৌসুমে ৪থেকে ৫ হাজার টাকা করে প্রতি জনের লাভ থাকে। এ লাভের টাকা দিয়েই চলে তাদের সংসার।