নিউজ ডেস্ক:
বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে বাগিয়ে নিতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়নি ম্যানচেস্টার সিটি। ক্লাবটির কোচ পেপ গার্দিওলা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার স্পেনে খবর ছড়ায় ৩০ বছরের মেসিকে নিতে বার্ষিক বেতন ৫০ মিলিয়ন ইউরোর পাশাপাশি ১০০ মিলিয়ন ইউরো ফি হিসেবে দিতে চেয়েছিল ম্যান সিটি।
এ বিষয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, লিওনেল মেসি এক সপ্তাহ আগে বার্সার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি কখনই ঘটতো না (ম্যান সিটির সঙ্গে মেসির চুক্তি)। মেসি তার ক্যারিয়ার সেখানে (বার্সা) শুরু করেছে, সেখানেই শেষ করতে যাচ্ছে। যদি সে বার্সা ছেড়ে চলে আসতে চাইতো তাহলে চুক্তিতে স্বাক্ষর করতো না।
স্পেন থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে স্বাক্ষরের আগেই মেসিকে ১০০ মিলিয়ন ইউরোরর প্রস্তাবটি দিয়েছিল ম্যান সিটি। এ নিয়ে সিটি কোচ বলেন, ‘এ খবর সত্য নয়। ‘
সূত্র : গার্ডিয়ান