লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ পুস্পার্ঘ অর্পণ ও আনন্দ র্যালীর মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস।
(আজ) সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে শহরের বাগবাড়ীস্থ এলাকায় গণকবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হোমায়ারা বেগম, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান কামাল, পৌর মেয়র আবু তাহের ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।