মেহেরপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদার জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কাসারী বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।



















































