নিউজ ডেস্ক:
ঘরের মাঠে ম্যানইউয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেছে আর্সেনাল। ম্যাচে তাদের বলে দখল ৭৫ শতাংশ, গোলমুখে শট করেছে ১৫টি। এরপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না আর্সেনাল। তাদের ৩-১ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের ১১ মিনিটের মধ্যেই রক্ষণভাগের ভুলে ২ গোলে এগিয়ে যায় ম্যানইউ। চতুর্থ মিনিটের প্রথম গোলটি করেন আন্তোনিও ভ্যালেন্সিয়া। ১১ মিনিটের গোলটি জেসে লিনগার্ডের। এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনাল। ৪৯ মিনিটে একটি গোলও পেয়ে যায় তারা। গোলটি করেন আলেকসান্দ্রে লাকাজেত।
৬৩ মিনিটে জেসে লিনগার্ড আবার গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় ম্যানইউ।
৭৪ মিনিটে পল পগবা লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় তারা। তবে শেষ ১৬ মিনিটে আর্সেনাল ব্যবধান কমাতে না পারায় ৩-১ ব্যবধানে ম্যাচটি জেতে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই জয়ে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় দল ম্যানইউ। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম আর্সেনাল।
উল্লেখ্য, এমিরেটস স্টেডিয়ামে ২০১৪ সালের নভেম্বরের পর এটাই প্রথম জয় ম্যানইউর।




















































