নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে সিলেট সিক্সার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। বাংলাদেশের বোলিং কোচ হিসেবে তাকে প্রস্তাব দিলে তিনি কাজ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ওয়াকার ইউনিস বলেন, ‘আমি যদি প্রস্তাব পাই তাহলে অবশ্যই আগ্রহী হব। ’
সিলেট সিক্সার্সের সঙ্গে কাজ করতে এসে বিপিএল নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, “আমি বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেছিলাম। কিন্তু বিপিএলে কাজ করতে গিয়ে একেবারেই নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরব। অতীতে আমি টেলিভিশনে বিপিএল দেখেছি। কিন্তু কখনও কাজ করিনি। সে কারণেই মনে হত কিছু ঘাটতি আছে। কিন্তু কাজ করতে এসে বুঝতে পারছি, মানটা অনেক উন্নত হয়েছে। ”
উল্লেকগ্য, সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদকে বোলিং কোচ হিসেবে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। তার জায়গাতেই নিয়োগ পান ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।
তবে সেই একই প্রস্তাব পেলে অবশ্যই বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিস।