নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বুধবার অবসর নিয়েছেন পাকিস্তানের তারকা অফ স্পিনার সাঈদ আজমল। আর মুখ খোলার সুযোগ পেয়েই বোমা ফাটালেন তিনি।
প্রশ্ন তোলেন ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ডিআরএস নিয়ে। সাঈদ আজমলের দাবি, সে দিন তার বলে শচীন টেন্ডুলকার আউট হয়ে গিয়েছিল।
ওই ম্যাচে আজমলের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার ইয়ান গোল্ড। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউ নেন শচীন। আর তাতে পাকিস্তানি ক্রিকেটারদের অবাক করে ট্রাজেক্টরিতে দেখা যায় এক চুল ব্যবধানে লেগ স্ট্যাম্প মিস করছে আজমলের বল। পরে ম্যাচ উইনিং ৮৫ রানের ইনিংস খেলেন শচীন। ভারতও ম্যাচটি জিতে নেয় ২৯ রানে।
কিন্তু এখানেই প্রশ্ন তোলেন আজমল। পিটিআইকে তিনি বলেন, “আমি নিশ্চিত ওটা আউট ছিল।
কিন্তু এখনও বুঝতে পারি না, কীভাবে আম্পায়ার আউট দিল না। ”
নিজের দাবির পক্ষে জোরালে সমর্থন আদায়ে ব্যাখ্যাও দাঁড়া করানোর চেষ্টা করেছেন সাঈদ আজমল। তিনি বলেন, তিনি আর্ম বল করেছিলেন। আর কোনোভাবে হক আই সেটা মিস করে। ফলে ট্র্যাজেক্টরি ঠিক দেখায়নি।