আবু বকর ছিদ্দিক রনি শার্শা (যশোর) প্রতিনিধি।। ৮৫(যশোর)-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন ,বাংলাদেশের উন্নয়নে বিশ্ব নন্দিত নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ মডেল। তিনি দেশ ও জাতির উন্নয়নে সল্প সময়ে বাংলাদেশে যে অভূতপূর্ব অগ্রগতি দেখিয়েছেন তা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই উন্নয়নে ৭১ এর পরাজিত শত্র“ু আর ৭৫ এর খুনি ও তার দোসররা ইর্ষান্বিত হয়ে দেশ ও সরকার কে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাঙালীরা বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়াক এটা ষড়যন্ত্রকারীরা চায় না। সে কারনেই বারবার আওয়ামীলী কে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামীলীগ সরকার গঠনের পর বিদ্যুতের উৎপাদন বেড়েছে । নির্বাচনী ওয়াদা অনুযায়ী সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে চলেছে । বিদ্যুতের আলোয় আমাদের সন্তানদের কে পড়াশুনা করিয়ে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে তা হলেই বিদ্যুতের স্বার্থকতা পরিপূর্নতা পাবে। বর্তমান সরকার প্রতিটি গ্রাম গঞ্জে স্কুল, কলেজ, ব্রীজ, কালভার্ট, রাস্তা, ইন্টারনেট,বিদ্যুৎ,সুপেয় পানির ব্যবস্থা সহ নানা রকম সুবিধা দিয়ে শহরের আদলে গড়ে তোলার চেষ্টা করছে। এখন আর সারের জন্য কৃষক কে হাহাকার করতে হয় না দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে, সার এখন কৃষকের পিছে দৌড়ায়। দেশের উন্নয়নের আওয়ামীলীগ সরকার কে বারবার ক্ষমতায় আনতে হবে । ২০২১ সালের মধ্যে দেশের একটি কোনাও বিদ্যুৎ বিহীন থাকবে না । বর্তমান সরকার কথায় নয় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে সেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। বর্তমান আওয়ামীলীগ সরকার কে ক্ষমতায় আনতে হলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । ভুলে যেতে হবে সকল ব্যক্তিস্বার্থ ও ভেদাভেদ । রবিবার বিকালে বাগআঁচড়া ১,২,৩ নম্বর ওযার্ডের বিভিন্ন পাড়ার ৩শ পরিবাররে মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাগআঁচড়া হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সার্বিক সহযোগিতায়, শার্শা উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি সাংবাদিক অধ্যাপক আসাদুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা পল্লী বিদ্যুতের ডিজিএম মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আসাদুল ইসলাম মেম্বর, আবু তালেব মেম্বর, আলমগীর কবির মেম্বর, আরিনা খাতুন মেম্বর, বাগআঁচড়া আফিল উদ্দীন অনার্স কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলি আহম্মেদ ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ ।
























































