সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

চার জোড়া চোখ, লাফিয়ে চলে এই মাকড়সা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চার জোড়া চোখ। ! অন্যান্য মাকড়সাদের থেকে এদের আলাদা করে চিনে নিতে অসুবিধা হয় না।
সহজ ভাষায়, এই প্রজাতির মাকড়সাকে ‘জাম্পিং স্পাইডার’ বলা হয়। অর্থাৎ, শিকার ধরতে, বা খানাখন্দ পেরতে এরা অনায়াসেই লাফাতে পারে।

জানা যায়, বিশ্বে ৫৮০০ ধরনেরও বেশি এমন জাম্পিং স্পাইডর রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সেই সংখ্যার সঙ্গে যুক্ত হল আরও দুই।
মুম্বাইয়ের গোরেগাঁও অঞ্চলের অ্যারে মিল্ক কলোনিতে সম্প্রতি পাওয়া গিয়েছে দুটি নতুন ধরনের জাম্পিং স্পাইডার— অনিক্স ও ল্যাকটিয়স। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই দুটি জাম্পিং মাকড়সাই ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির।

প্রসঙ্গত, ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা আদতে আফ্রিকা মহাদেশের বাসিন্দা। এই প্রথম তাকে পাওয়া গেল এশিয়ার মাটিতে। চার সদস্যের একটি গবেষকদের দল, ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা দুটি আবিষ্কার করেন ২০১৬ সালের অক্টোবর ও নভেম্বরেই। কিন্তু তা জনসমক্ষে আসে গত বুধবার, ‘জুটাক্সা’ নামে এক জার্নালে প্রকাশিত হওয়ার পর।
চলতি বছরের মে মাসে, মহারাষ্ট্রের অ্যারেতেই পাওয়া গিয়েছিল জাম্পিং স্পাইডারের আরও একটি ধরন, নাম ‘পিরানথাস ডেকোরাস’। চার সদস্যের গবেষক দল জানান যে, এই শ্রেণির মাকড়সাটি এর আগে পাওয়া গিয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসিত বর্মায়, বর্তমানের মায়ানমারে। নতুন প্রজাতির এই মাকড়সা আবিষ্কারে যেমন সকল গবেষকই বেশ উত্তেজিত, তার সঙ্গে এক নতুন তথ্যও উঠে এসেছে— আফ্রিকার ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা সুদূর এশিয়াতে পাওয়া গিয়েছে। তা হলে কি বলা যেতে পারে যে, এই দুই মহাদেশ একই ভূখণ্ডের অংশ ছিল! অর্থাৎ, ভারতের সৃষ্টি হয় গন্ডোয়ানা থেকেই। সূত্র: এবেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

চার জোড়া চোখ, লাফিয়ে চলে এই মাকড়সা !

আপডেট সময় : ১২:৩৫:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

চার জোড়া চোখ। ! অন্যান্য মাকড়সাদের থেকে এদের আলাদা করে চিনে নিতে অসুবিধা হয় না।
সহজ ভাষায়, এই প্রজাতির মাকড়সাকে ‘জাম্পিং স্পাইডার’ বলা হয়। অর্থাৎ, শিকার ধরতে, বা খানাখন্দ পেরতে এরা অনায়াসেই লাফাতে পারে।

জানা যায়, বিশ্বে ৫৮০০ ধরনেরও বেশি এমন জাম্পিং স্পাইডর রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সেই সংখ্যার সঙ্গে যুক্ত হল আরও দুই।
মুম্বাইয়ের গোরেগাঁও অঞ্চলের অ্যারে মিল্ক কলোনিতে সম্প্রতি পাওয়া গিয়েছে দুটি নতুন ধরনের জাম্পিং স্পাইডার— অনিক্স ও ল্যাকটিয়স। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই দুটি জাম্পিং মাকড়সাই ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির।

প্রসঙ্গত, ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা আদতে আফ্রিকা মহাদেশের বাসিন্দা। এই প্রথম তাকে পাওয়া গেল এশিয়ার মাটিতে। চার সদস্যের একটি গবেষকদের দল, ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা দুটি আবিষ্কার করেন ২০১৬ সালের অক্টোবর ও নভেম্বরেই। কিন্তু তা জনসমক্ষে আসে গত বুধবার, ‘জুটাক্সা’ নামে এক জার্নালে প্রকাশিত হওয়ার পর।
চলতি বছরের মে মাসে, মহারাষ্ট্রের অ্যারেতেই পাওয়া গিয়েছিল জাম্পিং স্পাইডারের আরও একটি ধরন, নাম ‘পিরানথাস ডেকোরাস’। চার সদস্যের গবেষক দল জানান যে, এই শ্রেণির মাকড়সাটি এর আগে পাওয়া গিয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসিত বর্মায়, বর্তমানের মায়ানমারে। নতুন প্রজাতির এই মাকড়সা আবিষ্কারে যেমন সকল গবেষকই বেশ উত্তেজিত, তার সঙ্গে এক নতুন তথ্যও উঠে এসেছে— আফ্রিকার ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা সুদূর এশিয়াতে পাওয়া গিয়েছে। তা হলে কি বলা যেতে পারে যে, এই দুই মহাদেশ একই ভূখণ্ডের অংশ ছিল! অর্থাৎ, ভারতের সৃষ্টি হয় গন্ডোয়ানা থেকেই। সূত্র: এবেলা।