শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

চার জোড়া চোখ, লাফিয়ে চলে এই মাকড়সা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চার জোড়া চোখ। ! অন্যান্য মাকড়সাদের থেকে এদের আলাদা করে চিনে নিতে অসুবিধা হয় না।
সহজ ভাষায়, এই প্রজাতির মাকড়সাকে ‘জাম্পিং স্পাইডার’ বলা হয়। অর্থাৎ, শিকার ধরতে, বা খানাখন্দ পেরতে এরা অনায়াসেই লাফাতে পারে।

জানা যায়, বিশ্বে ৫৮০০ ধরনেরও বেশি এমন জাম্পিং স্পাইডর রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সেই সংখ্যার সঙ্গে যুক্ত হল আরও দুই।
মুম্বাইয়ের গোরেগাঁও অঞ্চলের অ্যারে মিল্ক কলোনিতে সম্প্রতি পাওয়া গিয়েছে দুটি নতুন ধরনের জাম্পিং স্পাইডার— অনিক্স ও ল্যাকটিয়স। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই দুটি জাম্পিং মাকড়সাই ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির।

প্রসঙ্গত, ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা আদতে আফ্রিকা মহাদেশের বাসিন্দা। এই প্রথম তাকে পাওয়া গেল এশিয়ার মাটিতে। চার সদস্যের একটি গবেষকদের দল, ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা দুটি আবিষ্কার করেন ২০১৬ সালের অক্টোবর ও নভেম্বরেই। কিন্তু তা জনসমক্ষে আসে গত বুধবার, ‘জুটাক্সা’ নামে এক জার্নালে প্রকাশিত হওয়ার পর।
চলতি বছরের মে মাসে, মহারাষ্ট্রের অ্যারেতেই পাওয়া গিয়েছিল জাম্পিং স্পাইডারের আরও একটি ধরন, নাম ‘পিরানথাস ডেকোরাস’। চার সদস্যের গবেষক দল জানান যে, এই শ্রেণির মাকড়সাটি এর আগে পাওয়া গিয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসিত বর্মায়, বর্তমানের মায়ানমারে। নতুন প্রজাতির এই মাকড়সা আবিষ্কারে যেমন সকল গবেষকই বেশ উত্তেজিত, তার সঙ্গে এক নতুন তথ্যও উঠে এসেছে— আফ্রিকার ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা সুদূর এশিয়াতে পাওয়া গিয়েছে। তা হলে কি বলা যেতে পারে যে, এই দুই মহাদেশ একই ভূখণ্ডের অংশ ছিল! অর্থাৎ, ভারতের সৃষ্টি হয় গন্ডোয়ানা থেকেই। সূত্র: এবেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চার জোড়া চোখ, লাফিয়ে চলে এই মাকড়সা !

আপডেট সময় : ১২:৩৫:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

চার জোড়া চোখ। ! অন্যান্য মাকড়সাদের থেকে এদের আলাদা করে চিনে নিতে অসুবিধা হয় না।
সহজ ভাষায়, এই প্রজাতির মাকড়সাকে ‘জাম্পিং স্পাইডার’ বলা হয়। অর্থাৎ, শিকার ধরতে, বা খানাখন্দ পেরতে এরা অনায়াসেই লাফাতে পারে।

জানা যায়, বিশ্বে ৫৮০০ ধরনেরও বেশি এমন জাম্পিং স্পাইডর রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সেই সংখ্যার সঙ্গে যুক্ত হল আরও দুই।
মুম্বাইয়ের গোরেগাঁও অঞ্চলের অ্যারে মিল্ক কলোনিতে সম্প্রতি পাওয়া গিয়েছে দুটি নতুন ধরনের জাম্পিং স্পাইডার— অনিক্স ও ল্যাকটিয়স। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই দুটি জাম্পিং মাকড়সাই ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির।

প্রসঙ্গত, ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা আদতে আফ্রিকা মহাদেশের বাসিন্দা। এই প্রথম তাকে পাওয়া গেল এশিয়ার মাটিতে। চার সদস্যের একটি গবেষকদের দল, ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা দুটি আবিষ্কার করেন ২০১৬ সালের অক্টোবর ও নভেম্বরেই। কিন্তু তা জনসমক্ষে আসে গত বুধবার, ‘জুটাক্সা’ নামে এক জার্নালে প্রকাশিত হওয়ার পর।
চলতি বছরের মে মাসে, মহারাষ্ট্রের অ্যারেতেই পাওয়া গিয়েছিল জাম্পিং স্পাইডারের আরও একটি ধরন, নাম ‘পিরানথাস ডেকোরাস’। চার সদস্যের গবেষক দল জানান যে, এই শ্রেণির মাকড়সাটি এর আগে পাওয়া গিয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসিত বর্মায়, বর্তমানের মায়ানমারে। নতুন প্রজাতির এই মাকড়সা আবিষ্কারে যেমন সকল গবেষকই বেশ উত্তেজিত, তার সঙ্গে এক নতুন তথ্যও উঠে এসেছে— আফ্রিকার ‘ল্যাঙ্গেলুরিলাস’ শ্রেণির মাকড়সা সুদূর এশিয়াতে পাওয়া গিয়েছে। তা হলে কি বলা যেতে পারে যে, এই দুই মহাদেশ একই ভূখণ্ডের অংশ ছিল! অর্থাৎ, ভারতের সৃষ্টি হয় গন্ডোয়ানা থেকেই। সূত্র: এবেলা।