নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বিশ্বকে উত্তপ্ত করে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি।
আর তারই জের ধরে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, জাপান, গুয়াম অথবা দক্ষিণ কোরিয়ার দিকে উত্তর কোরিয়া মিসাইল হামলা করলে তার যোগ্য জবাব দেবে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনডেরার সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে টিলারসন জানান, উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে কোনও হামলার জন্য তৈরি যুক্তরাষ্ট্র। এসময় তিনি স্পষ্ট করে জানান, শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রের কাছে প্রধান এবং প্রথম পদক্ষেপ না হলেও, পেন্টাগন তার দিক থেকে সম্পূর্ণরূপে তৈরি।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্টিভ বেনন জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিভিন্ন পদক্ষেপ এবং উচ্চাকাঙ্খার কোনও সামরিক সমাধান নেই। এছাড়া সাম্প্রতিককালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার হামলার যথাযোগ্য জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।