নিউজ ডেস্ক:
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন শ্রেণির ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্মার্টবোমা তৈরিতে স্বয়ংসর্ম্পূণতা অর্জন করেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান।
সুতরাং, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে সাবধান।
এমনটাই হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সিনিয়র কমান্ডার। তিনি বলেন, ‘ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, পাইলটবিহীন বিমান, স্মার্টবোমা, রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান। ‘
তবে এই বিষয়ে এখনই চুপ করে বসে থাকবে না! এই বিষয়ে আগামী দিনে আরও উন্নতি করবে ইরান। তিনি আরও বলেন, “এই ধরনের অন্যান্য ইস্যু প্রমাণ করেছে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে আমরা সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম। ”
সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সাফল্য অর্জন করেছে ইরান। তেহরান বারবার বলেছে, অন্য কোনও দেশের জন্য হুমকি সৃষ্টি করার কোনও ইচ্ছে তেহরানের নেই। তবে ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে।














































