নিউজ ডেস্ক:
এই মুহূর্তে গোটা বিশ্বে পরমাণু অস্ত্র রয়েছে মোট ১৫ হাজারটি। তার ৯০ শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে।
আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কোন দেশের কাছে কি পরিমাণ পরমানু বোমা মওজুদ আছে-
১। সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। ৭ হাজারটি।
২। আমেরিকার হাতে রয়েছে ৬ হাজার ৮০০টি পরমাণু অস্ত্র।
৩। ভারত ও পাকিস্তানের ভাণ্ডারে রয়েছে যথাক্রমে ১৩০ ও ১৪০টি পরমাণু অস্ত্র।
৪। ফ্রান্সের হাতে রয়েছে ৩০০টি আর চিনের ভাণ্ডারে রয়েছে ২৭০টি পরমাণু অস্ত্র।
৫। যে দেশটি এখন প্রায় প্রতি মুহূর্তেই পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে, সেই উত্তর কোরিয়ার হাতে রয়েছে ১০টি পরমাণু অস্ত্র।
তবে সবচেয়ে বড় যে পরমাণু বোমাটি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে, তা ফেলা হলে, প্রথম ২৪ ঘণ্টায় কম করে ১৪ লক্ষ মানুষ প্রাণ হারাবেন। তার জেরে তাপ বিকিরণ ছড়িয়ে পড়বে যে ১৩ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে, তাতে গুরুতর জখম হবেন আরও ৩৭ লক্ষ মানুষ।
অপরদিকে রাশিয়ার হাতে থাকা ‘জার বোম্বা’ ফেলা হলে প্রাণ হারাবেন অন্তত ৭৬ লক্ষ মানুষ। তার তাপ বিকিরণ ছড়িয়ে পড়বে প্রায় ৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।















































